সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগর থানার গুমা রবীন্দ্র পল্লীতে একটি ভাড়া বাড়ি থেকে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ।সম্প্রতি বাংলাদেশ থেকে তারা এসে এই বাড়িটি ভাড়া নিয়েছিল। স্বামী, স্ত্রী এবং ১১ বছরের ছেলেকে নিয়ে তারা থাকতেন। তিনজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
অতীতে কাঁকসায় হাড়হিম করা একটি হত্যাকাণ্ড হয়েছিল। সেবার একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি ২ টি ঘর থেকে উদ্ধার হয়েছিল দিদা ও নাতনির মৃতদেহ। বাথরুমের মধ্য়ে বাইরে থেকে দরজা বন্ধ অবস্থায় উদ্ধার হয়েছিল বৃদ্ধার নাতির রক্তাক্ত মৃতদেহ। পশ্চিম বর্ধমানের কাঁকসার সারদা পল্লির এই বাড়ির মালিক ধনঞ্জয় বিশ্বকর্মা। পেশায় ব্য়বসায়ী। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি অসমে বড় মেয়ের কাছে গিয়েছে তিনি ও তাঁর স্ত্রী। বাড়িতে ছিলেন ব্য়বসায়ীরছোট মেয়ে সিমরন বিশ্বকর্মা (২৩), সিমরণের দিদা সীতা দেবী (৬৮) ও সিমরণের মামাতো ভাই সোনু বিশ্বকর্মা (২২)।
সম্প্রতি রাসেল স্ট্রিটে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তরুণী। একটি বহুতলের ১০ তলা থেকে ঝাঁপ দেন বছর ২৫-এর শিবালিকা সিংহ। এএসএসকেএমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঝাঁপ দেওয়ার পর, বহুতলের পার্কিং লটে পড়েন তরুণী। আওয়াজ পেয়ে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বহুতলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা গেছে, ঝাঁপ দেওয়ার আগে সেখানে হাঁটাচলা করছিলেন তরুণী। উদ্ধার করা হয় তরুণীর ব্যাগ ও মোবাইল ফোন। মৃত তরুণীর বাড়ি চেতলা এলাকায়।
আরও পড়ুন, বাঁধ উপচে ঢুকছে জল, কপিল মুনির আশ্রমের দিকে এগোচ্ছে ভাঙন ! ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা
সম্প্রতি বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের পাশ থেকে আদিবাসী ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান থানার অন্তর্গত নান্দুর এলাকায়। বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রীর বাবা। ব্যাঙ্গালোরের একটি শপিংমলে সেলসের কাজ করতেন ওই ছাত্রী। চাকরিরত অবস্থাতেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করেসপনডেন্স কোর্টে মাস্টার ডিগ্রি করছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সম্প্রতি গ্রামের বাড়িতে এসেছিল মেয়ে। মৃত ছাত্রীর মা জানিয়েছেন, সন্ধেয় শৌচকর্মে যাওয়ার কথা বলে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। বেশ খানিকক্ষণ পরেও ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। খোঁজাখুঁজির পর বুধবার সন্ধে সাতটা-সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে ৫০ মিটার দূরে ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন