সমীরণ পাল, বনগাঁ: বিয়ের মরশুম চলছে। চারিদিকে চারহাত এক হওয়ার পালা। এবার লোকাল ট্রেনে সহযাত্রীকে সারপ্রাইজ দিতে বনগাঁ লোকালে (Bongaon Local) আয়োজন করা হল আইবুড়ো ভাতের এলাহি আয়োজন। চলন্ত ট্রেনেই মাটির থালা বাটিতে একের পর এক রাখা নানা খাওয়ার আইটেম। ফুল, বেলুন দিয়ে সাজানো ট্রেনের কামরার চারপাশ। সামনের জানুয়ারি মাসেই দীর্ঘ প্রায় পাঁচ বছরের ট্রেন যাত্রার সঙ্গী পাত্র বনগাঁর নতুন গ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তীর বিয়ে কাঁচরাপাড়া নিবাসী পাত্রীর সঙ্গে। প্রতিদিন সকাল ৮.০৮ এর বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেনে চড়ে পাত্র শুভেন্দুর মত অনেকেই যান কর্মস্থলে। আবার দিনের শেষে শিয়ালদহ থেকে একই ভাবে ট্রেনের নির্দিষ্ট কামরায় চড়ে ইয়ার্কি গল্প আড্ডায় বাড়ি ফেরা। রোজনামচার জীবনে নিত্য যাওয়া আসার পথে এভাবেই গড়ে ওঠে বন্ধুত্ব, যা হয়ে যায় পরিবারের মত।
শুভেন্দুর বিয়ের খবর জানতে পেরেছিলেন সহযাত্রীরা। এরপরই ট্রেনের সব সহযাত্রীরা মিলে সিদ্ধান্ত নেন ট্রেনেই নতুন পাত্রকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। যেমন ভাবনা তেমন কাজ। সহযাত্রী বন্ধুকে সারপ্রাইজ দিতে মাছ মাংস মিষ্টি সহযোগে আইবুড়ো ভাতের মেনু তৈরি করে নিয়ে আসা হয় ট্রেনে। সহযাত্রী বন্ধু শুভেন্দু ট্রেন ধরার আগেই, সাজিয়ে ফেলা হয়েছিল গোটা ট্রেনের কামরা। হবু পাত্র ট্রেনের কামরায় উঠতেই উল্লাসে মেতে ওঠেন সহযাত্রীরা। এমন কান্ড দেখে হতবাক হয়ে যান শুভেন্দুও। কর্মস্থলে যাওয়ার পোশাক খুলিয়ে তাকে পড়ানো হয় পাঞ্জাবি, মাথায় দেওয়া হয় টোপরও। এরপর ট্রেনের সিটে বসেই মাটির থালায় রাখা একের পর এক মেনু চেটে পুটে খেয়ে বিয়ের প্রথম আইবুড়ো ভাত খাওয়া সারেন রেলে কর্মরত বছর ২৭ এর পাত্র শুভেন্দু চক্রবর্তী। এর মধ্যে দিয়েই প্রায় কুড়ি জন সহযাত্রীর এই অভিনব উদ্যোগ সফল হয়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলন্ত ট্রেনে এই আইবুড়ো ভাত দেওয়ার ছবি। আইবুড়ো ভাতের মেনুতেও ছিল চমক। সাদা ভাত, পাঁচ রকম ভাজা, কচু শাক, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছ, মটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি ও পান সহ এলাহি আয়োজন। চলন্ত ট্রেনের কামরায় অন্যান্য সহযাত্রীরাও পাত্রকে জানালেন শুভেচ্ছা, দিলেন উপহার। সহযাত্রীদের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে আপ্লুত শুভেন্দু নিজেও। নতুন বছরের জানুয়ারির ২৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন শুভেন্দু, ট্রেনের সহযাত্রীদেরও রয়েছে নেমন্তন্ন।
আরও দেখুন