NOW READING:
Income Tax on FD: আমজনতার বড় স্বস্তি, ফিক্সড ডিপোজিট থেকে আয়ে লাগবে না কোনও ট্যাক্স, ঊর্ধ্বসীমা জানাল সরকার
March 2, 2025

Income Tax on FD: আমজনতার বড় স্বস্তি, ফিক্সড ডিপোজিট থেকে আয়ে লাগবে না কোনও ট্যাক্স, ঊর্ধ্বসীমা জানাল সরকার

Income Tax on FD: আমজনতার বড় স্বস্তি, ফিক্সড ডিপোজিট থেকে আয়ে লাগবে না কোনও ট্যাক্স, ঊর্ধ্বসীমা জানাল সরকার
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভবিষ্যতের জন্য টাকা জমানোর ক্ষেত্রে সাধারণ মানুষের একটি বড় উপায় বা আয়ের উত্স হল ফিক্সড ডিপোজিট। এতে একটা নিশ্চিন্তভাব থাকে বটে তবে অন্য সমস্যাও রয়েছে। ফিক্সড ডিপোজিট থেকে আয়ে দিতে হয় আয়কর। সেক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত নিল নির্মলা সীতারমনের দফতর। এবার সরকার ঠিক করেছে ৫০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোনও আয়কর লাগবে না।

আরও পড়ুন-ভোটের জটে মাধ্যমিক! এবার বদল হচ্ছে টেস্ট পরীক্ষার সময়সূচি?

একটা ভালো টাকা ফেরত পাওয়ার জন্য অনেকেই মোটা টাকা ফিক্সড ডিপোজিট করে থাকেন। সেখান থেকে ভালো টাকা আয় হয়। তবে সরকার এবার ওই ফিক্সড ডিপোজিট থেকে আয়ের উপর থেকে ট্যাক্স তুলে নিল। ৫০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড  ডিপোজিট থেকে আয়ে আর ট্যাক্স লাগবে না। শুধু তাই নয় ওই ফিক্সড ডিপোজিট থেকে বছরে আয় ৪ লাখ টাকার বেশি না হলে কোনও আয়কর রিটার্ন জমা দিতে হবে না।

এফডি থেকে ৪ লাখ টাকার কম আয় হলে তা ট্যাক্স ফ্রি। এখন আপনার আয় যদি একমাত্র কোনও ফিক্সড ডিপোজিট থেকেই হয় তাহলে আপনাকে শুধুমাত্র একটি ব্যাঙ্কে আপনাকে একটা ঘোষণাপত্র দিতে হবে যাতে ব্যাঙ্ক আপনার টিডিএস না কাটে।

আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয় তাহলে আপনি ব্যাঙ্কে 15H ফরম জমা দিন।

বয়স যদি ৬০ এর নীচে হয় তাহলে জমা দিন 15G ফরম।

এই দুই ফরম জমা দিতে হবে অর্থবর্ষের প্রথমে যাতে তারা আপনার টিডিএস না কাটে।

সরকার টিডিএস ছাড়ের সীমা বাড়িয়েছে।

৬০ বছরের কম বয়স হলে বছরে আপনার আয় যদি ৫০ হাজারের বেশি হয় তাহলে টিডিএস কাটবে।

বয়স ৬০ এর বেশ হলে আয় যদি ১ লাখের বেশি হয় তাহলে টিডিএস কাটবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link