NOW READING:
High Court: পুরুষ বন্ধুদের সঙ্গে স্ত্রী’র যৌনগন্ধী চ্যাট স্বামীর কাছে সত্যিই অসহ্য: হাইকোর্ট
March 14, 2025

High Court: পুরুষ বন্ধুদের সঙ্গে স্ত্রী’র যৌনগন্ধী চ্যাট স্বামীর কাছে সত্যিই অসহ্য: হাইকোর্ট

High Court: পুরুষ বন্ধুদের সঙ্গে স্ত্রী’র যৌনগন্ধী চ্যাট স্বামীর কাছে সত্যিই অসহ্য: হাইকোর্ট
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের পর স্বামী-স্ত্রীর ঠিক কী করণীয় আর কী করণীয় নয়, তা নিয়ে বিস্তর চর্চা চলতেই পারে, তবে সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এক বিবাহ বিচ্ছেদ মামলার রায় দিতে গিয়ে যা পর্যবেক্ষণ করল, তা শিরোনামে স্থান করে নিল। মধ্যপ্রদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ, যে কোনও পুরুষ বা মহিলা বিয়ের পরে তাঁর বন্ধুদের সঙ্গে ‘অশ্লীল’ চ্যাট করতে পারবেন না এবং কোনও স্বামীই তাঁর স্ত্রীর থেকে এরকম কথোপকথন সহ্য করতে পারে না। নিম্ন আদালতে বিবাহবিচ্ছেদের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এক মহিলার আবেদন খারিজ করার সময় আদালত এই মন্তব্য করেছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

পারিবারিক আদালত পুরুষের প্রতি নিষ্ঠুরতার কারণে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে। বিচারপতি বিবেক রুশিয়া এবং বিচারপতি গজেন্দ্র সিংয়ের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি রায়টি বহাল রেখেছে। আদালত খেয়াল করেছে যে, মহিলাটি তাঁর পুরুষ বন্ধুদের সঙ্গে তাঁর যৌনজীবন নিয়ে কথা বলছিলেন। আদালতের মতে কোনও স্বামী এই প্রকার আচরণ সহ্য করবে না। আইনি খবরের পোর্টাল বার অ্যান্ড বেঞ্চ ওই মামলার রায় উদ্ধৃত করে লিখেছে, ‘পুরুষ বন্ধুদের সঙ্গে স্ত্রী’র যৌনগন্ধী চ্যাট স্বামীর কাছে সত্যিই অসহ্য। বিয়ের পর, স্বামী-স্ত্রী উভয়েরই মোবাইলে চ্যাট করা বা অন্যান্য মাধ্যমে বন্ধুদের সঙ্গে কথোপকথনের স্বাধীনতা রয়েছে। তবে কথোপকথনের স্তরটি শালীন এবং মর্যাদাপূর্ণ হওয়া উচিত, বিশেষ করে যখন এটি বিপরীত লিঙ্গের সঙ্গে হচ্ছে, যা জীবনসঙ্গীর কাছে আপত্তিকর নাও হতে পারে।’
 
আদালত আরও জোর দিয়ে বলেছে যে, যদি একজন স্বামী/স্ত্রী অন্যের আপত্তি সত্ত্বেও এরকম কার্যকলাপে জড়িত থাকে, তা নিঃসন্দেহে মানসিক নিষ্ঠুরতার শামিল। ওই দম্পতি ২০১৮ সালে বিয়ে করেছিলেন। স্বামীর অভিযোগ, বিয়ের পর তাঁর স্ত্রী ‘পুরনো প্রেমিকদের সঙ্গে মোবাইলে’ কথা বলতেন। তাঁর আরও অভিযোগ যে হোয়াটসঅ্যাপে চ্য়াট ছিল খুবই অশালীন। মহিলা সকল অভিযোগ উড়িয়ে বলেন যে, তাঁর এমন কোনও সম্পর্ক ছিল না। তিনি আরও দাবি করেন যে, তাঁর স্বামী তাঁর মোবাইল হ্যাক করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে প্রমাণ তৈরি করার জন্য ওই চ্যাটগুলি দুই পুরুষকে দিয়ে করিয়ে ছিলেন। মহিলা অভিযোগের পাহাড় তৈরি করে আরও জানিয়েছেন যে, তাঁর স্বামীর কর্মকাণ্ড তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে। স্বামীর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা যৌতুক দাবির অভিযোগও এনেছেন। তবে, আদালত স্বামীর অভিযোগেই সত্যতা খুঁজে পেয়েছে এমনকী মহিলার বাবাও সাক্ষ্য দিয়েছেন যে, তাঁর মেয়ে পুরুষ বন্ধুদের সঙ্গে  চ্যাট করত। নিম্ন আদালত বিবাহবিচ্ছেদ বহাল রাখে।

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির তলায় তিনমাসের একরত্তি, ফ্লাইওভার থেকে গড়িয়ে নীচে…

আরও পড়ুন: দোলে ছাদ থেকে রঙের বেলুন ছোঁড়ার আগে সাবধান! মজা করলে যাবেন জেলে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link