Nitin Gadkari: ‘লিভ-ইন সমাজকে ধ্বংস করবে’! সমলিঙ্গের বিয়ে নিয়ে বিস্ফোরক গড়করি…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেকোনো সভ্য সমাজের কিছু নিয়ম আছে। আর সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সমলিঙ্গ বিবাহ বা লিভ-ইন সম্পর্ক তৈরি করা একেবারেই সমর্থনযোগ্য নয়। এমনই মত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি স্পষ্ট জানান, এই ধরনের একেবারেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গড়করি এই মন্তব্য করেছেন। আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্কের ঝড়। 

আরও পড়ুন: Gujarat Horror: গর্বের গুজরাতে নরকদর্শন! নির্ভয়ার মতোই ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড…

সমকামিতা এবং লিভ-ইন সম্পর্ক নিয়ে নানান মত রয়েছে। বহু সময় ধরে তর্ক-বিতর্ক চলে আসছে। এবং তার মধ্যে কেরোসিন ঢাললেন কেন্দ্রীয় মন্ত্রী। একটি পডকাস্টে গড়করি বলেন, তিনি একদিন ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রশ্ন করেছিলেন এখানকার সবচেয়ে বড় সমস্যা কী? সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, কেউ বিয়ে না করতে চাইলে সন্তানের ভবিষ্যৎ কী হবে? কেউ যদি বর্তমান সিস্টেম বা সমাজকে পাল্টাতে চান তাহলে তার বড় প্রভাব ভবিষ্যতে পড়বে। 

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন সমাজ নিজের নিয়ম নিজেই তৈরি করে। কিন্তু দেশে সেক্স রেশিওকে সব সময় সামঞ্জস্যে রাখতে হবে। গড়করির দাবি, একসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীও তাঁকে বলেছিলেন যে বিয়ে না করার বিষয়টি উদ্বেগজনক। নতুন প্রজন্ম তাতে অনীহা দেখাচ্ছে। এরফলে সমাজব্যবস্থাও নষ্ট হবে। তাঁর কথায়, সমাজের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তা না মানলে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। যদিও গড়করি অবশ্য এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর এই মতামত সম্পূর্ণ একান্ত। দল বা কেন্দ্রীয় সরকারেরর সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। যদিও বর্তমান সমাজ ঠিক-ভুল নিজেরাই বেছে নিতে পারেন। কিন্তু সবশেষে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের আদর্শতার কথা সবসময় মাথায় রাখতে হবে বলেন জানান নীতিন গড়করি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours