জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের চেম্বারে ডেকে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিলচর এনআইটির এক অধ্যাপক। পুলিসে ওই ছাত্রী লিখিত অভিযোগের পরই ওই অধ্যাপককে অনেক কাটখড় পুড়িয়ে গ্রেফতার করে পুলিস। পাশাপাশি তা এনআইটি থেকে সাসপেন্ডও করা হয়েছে।
পুলিসে অভিযোগ হওয়ার পরই ক্যাম্পাসে নিজে আবাসনে লুকিয়ে পড়েন অভিযুক্ত অধ্যাপক। অন্য কাউকে বলে বাইরে থেকে নিজের ঘরে তালা লাগিয়ে দেন। পুলিস প্রথম এসে ফিরে গেলেও পরে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করে পুলিস। পর বিভিন্ন ধারায় তার নামে মামলা দেওয়া হয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন স্নাতক স্তরের এক ছাত্রী। তার গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভও দেখায় পড়ুয়ারা। কীভাবে যৌন হেনস্থা তার পুলিসকে বিস্তারিত জানান নির্যাতিতা ছাত্রী।
আরও পড়ুন- গরুর দুধ খেয়েই ‘মারণ’ Rabies-এ মৃত্যু মহিলার! কেন? জানা সবার জরুরি…
পুলিস সূত্রে খবর, পরীক্ষায় ভালো করতে না পারায় ওই ছাত্রীকে নিজের চেম্বারে ডাকেন অভিযুক্ত। খারাপ রেজাল্টা নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি ওই ছাত্রীকে নিজের পাশে বসতে বলেন। এরপর তিনি ছাত্রীর হাত ধরেন। আঙুল নিয়ে খেলা করতে থাকেন। এরপর তার ঊরু স্পর্শ করেন। পেটে হাত বোলাতে থাকেন। পাশাপাশি কমপিউটারে অশালীন গান চালিয়ে দেন। এখানেই শেষ নয়, পিছন থেকে রাজু ওই ছাত্রীর ঘাড়ে চেপে ধরেন। ছাত্রীটি কাঁদতে থাকলেও তিনি থামেননি।
আরও পড়ুন-‘এটা ক্যাব তোমার Oyo নয়!’ ভাইরাল বেঙ্গালুরু ক্যাবের সিটে সাঁটা ওয়ার্নিং পোস্টার…
ঘটনার সময় রাজুর চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন ছাত্রীর এক বন্ধু। তিনি ওই ছাত্রীকে ফোন করেন। রিং বেজে উঠতেই সবকিছু থামে। অধ্যাপকের চেম্বার থেকে বেরিয়ে আসেন ওই ছাত্রী। এনআইটির রেজিস্ট্রার অসীম রায় জানিয়েছেন, রাজুর ঘর সিল করে দেওয়া হয়েছে। নির্যাতিতা ছাত্রীকে সব রকম সাহায্য করা হচ্ছে। এনিয়ে তদন্ত হবে। অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)