‘কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত’ মালদা- মুর্শিদাবাদ নিয়ে সাংসদের বক্তব্য সমর্থন বিধায়কের

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

কলকাতা: ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেছেন, এ রাজ্যের মালদা-মুর্শিদাবাদ এবং বিহারের চারটে জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। এবার তাঁর সেই বক্তব্য়কে সমর্থন জানালেন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gauri Shankar Ghosh)।

সাংসদের পাশে বিধায়ক : বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এই ছয় জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুধু তাই নয়, একধাপ এগিয়ে তিনি এও দাবি করলেন, আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক লিখেছিলেন, “অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে, কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।”

নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন করে গৌরীশঙ্কর ঘোষ বলেন “নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন, আমিই প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি তুলেছিলাম। আমরা চাইছি ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য, কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত কারণ, সেখানে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এখন ঝাড়খণ্ডে লোকেদের বসানোর একটা বড় খেলা খেলছে। পুরো কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া…এদিক থেকে মালদা, মুর্শিদাবাদ, ওখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এগুলি সাঁওতাল পরগনারই ৬ জেলা। এই সবগুলোকে আলাদা করে যদি একটা কেন্দ্রশাসিত অঞ্চল না করা হয়, তাহলে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে আর আদিবাসীদের সংখ্যা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে, পরে জানা যাবে তারা বিলুপ্তপ্রায় জনজাতিতে পরিণত হয়েছে।”

চাঞ্চল্যকর দাবি সাংসদের: এদিকে পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, ‘প্রধানমন্ত্রীর দফতর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে। গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Municipal Recruitment Scam: CBI-এর চার্জশিটে ১৮২৯ জনের পুরসভায় নিয়োগ বেআইনি, ফিরে দেখা যাক সেই ‘রেট চার্ট’

আরও দেখুন


Source link

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *