NOW READING:
India Pakistan War: ‘সন্ত্রাসের চাষ করে পাকিস্তান যেন ভিক্টিম কার্ড না খেলে!’ ভারতের সমর্থনে বিস্ফোরক নিকি হ্যালি…
May 9, 2025

India Pakistan War: ‘সন্ত্রাসের চাষ করে পাকিস্তান যেন ভিক্টিম কার্ড না খেলে!’ ভারতের সমর্থনে বিস্ফোরক নিকি হ্যালি…

India Pakistan War: ‘সন্ত্রাসের চাষ করে পাকিস্তান যেন ভিক্টিম কার্ড না খেলে!’ ভারতের সমর্থনে বিস্ফোরক নিকি হ্যালি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “পাকিস্তান যেন ভিক্টিম কার্ড না খেলে! কোনও দেশ-ই সন্ত্রাসমূলক কার্যকলাপকে সমর্থন করার জন্য পাস পায় না। ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে আত্মরক্ষার ও প্রত্যাঘাতের।” কড়া ও চাঁছাছোলা ভাষায় মন্তব্য নিকি হ্যালির (Nikki Haley)। রাষ্ট্রসংঘে মার্কিন অ্যাম্বাসাডর ছিলেন নিকি হ্যালি। পাকিস্তানে জঙ্গিচাষ, জঙ্গি কার্যকলাপ দমনে ভারতের অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) পূর্ণ সমর্থন জানান তিনি। 

উল্লেখ্য, ভারত পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছেন, এশিয়ার পরিবেশ নষ্ট করবেন না। পাকিস্তানকে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও। বৃহস্পতিবার রাতেই ভারতের একাধিক জায়গায় হামলা করে পাকিস্তান। প্রত্যাঘাত করেছে ভারতও। রাতভর চলে ভারত-পাকিস্তানের। যুদ্ধের আবহেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। জেডি ভ্যান্স বলেছেন, এই সংঘাতে হস্তক্ষেপ করার কোনও আগ্রহ আমেরিকার নেই। 

তিনি বলেন, ‘আমেরিকা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কমানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই যুদ্ধের মধ্যে তারা কোনওভাবেই জড়াবে না।’ জেডি ভ্যান্স আরও বলেন, ‘আমেরিকা ভারত ও পাকিস্তানকে অস্ত্র ফেলার কথা বলতে পারবে না।  তাই বিষয়টি কূটনৈতিক পথ দিয়ে সমাধান করার চেষ্টা চালিয়ে যাব আমরা। আমাদের আশা এবং প্রত্যাশা হল যে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধ, ভগবান না করুন, পারমাণবিক সংঘাতে পরিণত না হয়। তবে সেটার সম্ভাবনা নেই।’

আরও পড়ুন, India Pakistan War: চাবুক খাচ্ছে পাকিস্তান, বুক ফাটছে লাদেনের আল-কায়দার! ভারতকে শিক্ষা দেব…

আরও পড়ুন, India Pakistan War: ১ মিনিটে ৪ হাজার রাউন্ড গুলি! পাকিস্তানের ৫০-র বেশি ড্রোন ধ্বংস করে ভারতের এই ভয়ংকর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link