NOW READING:
Dominican Republic Death Toll: ভয়াবহ! ক্লাবের ছাদ ভেঙে মৃত্যু প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে ক’জন আটকে? সাহায্যের হাত বাড়াল ইজরায়েল…
April 10, 2025

Dominican Republic Death Toll: ভয়াবহ! ক্লাবের ছাদ ভেঙে মৃত্যু প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে ক’জন আটকে? সাহায্যের হাত বাড়াল ইজরায়েল…

Dominican Republic Death Toll: ভয়াবহ! ক্লাবের ছাদ ভেঙে মৃত্যু প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে ক’জন আটকে? সাহায্যের হাত বাড়াল ইজরায়েল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনা, দুর্যোগ, মৃত্যু, ক্ষয়ক্ষতির যেন শেষ নেই! গতকাল খবর পাওয়া গিয়েছিল মর্মান্তিক এক ঘটনার! মর্মান্তিক মৃত্যু! নাইট ক্লাবের ছাদ ধসের কাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে প্রাথমিক ভাবে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছিলে ১৫০ জনেরও বেশি। কিন্তু আসলে সংখ্যাগুলি আরও বেশি। 

ধ্বংসস্তূপ থেকে দুর্গতদের দ্রুত উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সর্বশেষ পাওয়া খবর বলছে, এখনও পর্যন্ত সেখানে মৃত্যু ঘটেছে ১৮৪ জনের। পুয়ের্তো রিকো ও ইজরায়েল থেকে উদ্ধারকারী দল সান্তো দোমিঙ্গোয় এসে পৌঁছেছে।

নাইট ক্লাবটির নাম জেট সেট। সোমবার রাতে, রাত ১টা নাগাদ, সেখানে সে দেশের জনপ্রিয় গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। ঠিক তখনই ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গিয়েছিল। তা ছাড়া ছাদ ধসে পড়ার সময়ে সেখানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। 

ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারকাজে কাজ করেছেন প্রায় ৪০০ জন উদ্ধারকারী। ধসে পড়া ছাদের নীচে চাপা পড়া অনেকেই বেঁচে ছিলেন বলে মনে করা হচ্ছিল। সেই মতোই অনেককেই উদ্ধার করা সম্ভবও হয়েছে। শোনা গিয়েছিল, সেখানে উপস্থিত অনেকেই বলছিলেন, তাঁরা ভেবেছিলেন, বোধ হয় ভূমিকম্প হচ্ছে! কিন্তু কিছু বুঝে ওঠার আগে প্রায় সব শেষ!

আরও পড়ুন: Jio New Plan: মাত্র ১০১ টাকায় হাতে স্বর্গ! Jio আনছে স্বপ্নের প্ল্যান! ডেটা শেষ হওয়ার বিষয়টাই এবার অতীত হতে চলেছে…

আরও পড়ুন: Hanuman Jayanti 2025: এবার হনুমান জয়ন্তীতে বিরল গ্রহযোগ! বজরঙ্গবলীর কৃপায় টাকার পাহাড়ে বসে থাকবেন এই রাশির জাতকেরা…

ছাদ ধসে পড়ার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো মিলেছে। তাতে দেখা গিয়েছে, শিল্পী রুবি পেরেজ গান গাইছেন, মঞ্চের সামনে লোকজন বসে। কেউ কেউ আবার গানের তালে তালে নাচছিলেনও। ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে– মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ক্লাবের ছাদের দিকে কিছু দেখিয়ে বলতে শোনা যাচ্ছে, সিলিং থেকে কিছু একটা পড়ে গিয়েছে! কী পড়েছে? ওই ব্যক্তি যে দিকটায় দেখাচ্ছিলেন, সেদিকে রুবি পেরেজও তাকাচ্ছিলেন। পরে পরে আরও কয়েকজন। কিন্তু মাত্র ৩০ সেকেন্ডে বা তারও কম সময়। তার  মধ্যেই হট্টগোল শোনা গেল। ভিডিয়োটি সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল। ভেসে এল আর্তি। কান্না।

জেট সেট সান্তো দোমিঙ্গো এলাকার যথেষ্ট জনপ্রিয় এক নৈশ ক্লাব। সেখানে নিয়মিত প্রতি সোমবার সন্ধ্যায় ডান্স ও মিউজিক কনসার্টের আয়োজন থাকে। কিন্তু এরকম একটি ক্লাবে কীভাবে এমন ঘটনা ঘটে, তা নিয়ে বিস্মিত সকলে। শেষ কবে এই ক্লাবের ভবনটি পরীক্ষা করা হয়েছে, খোঁজা হচ্ছে সেই তথ্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link