NOW READING:
Pakistan vs New Zealand | Champions Trophy 2025: বোধনেই মুখ থুবড়ে পড়ল আয়োজক পাকিস্তান! জিতেই শুরু কিউয়িদের..
February 19, 2025

Pakistan vs New Zealand | Champions Trophy 2025: বোধনেই মুখ থুবড়ে পড়ল আয়োজক পাকিস্তান! জিতেই শুরু কিউয়িদের..

Pakistan vs New Zealand | Champions Trophy 2025: বোধনেই মুখ থুবড়ে পড়ল আয়োজক পাকিস্তান! জিতেই শুরু কিউয়িদের..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্য়ান্ডের কাছে হার, তাও আবার ঘরের মাঠে! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতেই জোর ধাক্কা খেলে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। হম্মদ রিজওয়ানের দলকে কার্যত দুরমুশ করে দিল কিউয়িরা। পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

আরও পড়ুন:  IND vs BAN Live Streaming: মিনি বিশ্বকাপে টাইগারদের বিরুদ্ধে ভারতের বোধন! ম্যাচ দেখার এ-টু-জেড জানুন এখনই…

এদিন টসে জেতে পাকিস্তান। ব্যাটিং নয়, আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বস্তুত, পাওয়া প্লেতে যথেষ্ট দাপটও দেখান পাক বোলাররা। শাহিন আফ্রিদি ব্যর্থ হলেও নাসিম শাহ, আবরার আহমেদরা চাপে রাখেন কিউয়ি টপ অর্ডারকে। প্রথম ১০ ওভারের মধ্যে দুই উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন কেন উইলিয়ামসন। গত ৬ বছরে ওয়ানডেতে কখনও এক অঙ্কের রানে আউট হননি তিনি। এরপর ইনিংসের হাল ধরে  উইল ইয়ং এবং টম ল্যাথাম।  সেঞ্চুরি করেন দুজনেই। শেষে ৩২০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

জবাবে ব্য়াট করে নেমে অসহায় আত্মসমপর্ণ করে পাকিস্তান। ফিল্ডিংয়ে সময়ে কোমরে চোট পাওয়ার ওপেন করতে পারেননি ফখর জামান। বাবর আজমের সঙ্গী হন সউদ শাকিল। কিন্তু মাত্র ৬ রানে আউট হয়ে যান তিনি। রান পাননি অধিনায়ক  রিজওয়ানও। টেস্ট ম্যাচে ঢঙে ব্যাট করেন বাবর। ৪১ বল খেলে তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান! কিউয়ি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার এবং উইলিয়াম ও’রুরকি। জোড়া উইকেট ম্যাট হেনরির।  ৬০ রান গো হারা হারে পাকিস্তান।

আরও পড়ুন:  Indian Cricketer Death | ICC Champions Trophy 2025: আজ বাদে কাল চ্যাম্পিয়ন্স ট্রফি, শোকের ছায়া ভারতীয় ক্রিকেট, ২৬ বছর বয়সেই তাঁর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link