NOW READING:
২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা, তৎপর প্রশাসন
December 31, 2024

২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা, তৎপর প্রশাসন

২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা, তৎপর প্রশাসন
Listen to this article


কলকাতা: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরই বিদায় নেবে ২০২৪। ২০২৫-কে স্বাগত (New Year Celebration 2025) জানাতে তৈরি কলকাতা থেকে জেলা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি।

নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি: বর্ষবরণের উদ্‍যাপনে ব্যস্ত কলকাতা।  বছরের শেষ দিনটা উপভোগ করতে সকাল থেকেই পথে নেমেছে মানুষ। সুখ-দুঃখ, পুরনো যা কিছু সব পিছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু। বছরের শেষ দিন থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। তার আগে, যানজট, দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন।

বর্ষশেষের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। শহরের ৫০টি জায়গায় নাকা তল্লাশি চলবে। শুধু পার্ক স্ট্রিটেই থাকছে ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর সাড়ে চারটে এবং কাল ফের বিকেল সাড়ে ৪টে থেকে ২ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত পার্ক স্ট্রিট, উড স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আচার্য জগদীশচন্দ্র বসু রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, স্ট্র্য়ান্ড রোড, রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, দ্বিতীয় হুগলি সেতু, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউ মার্কেট, মিলেনিয়াম পার্কের সামনের রাস্তা-সহ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এর পাশাপাশি, আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর ৪টে পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sandeshkhali News: ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

আরও দেখুন



Source link