NOW READING:
Bangladesh: ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না’! বদলের বাংলাদেশে এবার নয়া ছাত্র সংগঠন….
February 18, 2025

Bangladesh: ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না’! বদলের বাংলাদেশে এবার নয়া ছাত্র সংগঠন….

Bangladesh: ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না’! বদলের বাংলাদেশে এবার নয়া ছাত্র সংগঠন….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে এবার নয়া ছাত্র সংগঠন! গণ অভ্যুথ্থানে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদেরই একাংশের হাতে ধরেই আত্ম প্রকাশ করছে এই সংগঠন। তবে এই ছাত্র সংগঠনটিকে রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করা যাবে না। শুধুমাত্র বাংলাদেশ ও পড়ুয়াদের স্বার্থেই সংগঠনটি কাজ করবে। এমনই দাবি ছাত্র সংগঠন সংশ্লিষ্ট কয়েকজন নেতার।

আরও পড়ুন:  Bangladesh: নতুন নোটেও মুজিবই, গণবিক্ষোভের কথা ভেবেই কি স্টান্স বদল ইউনূসের!

নয়া সংগঠনের ছাত্রনেতাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র এক সংগঠন। জানানো হয়েছে, সারাদেশে পড়ুয়াদের মতামত ও সদস্য সংগঠন করা হবে। অনলাইন তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদ্রাসায় চলবে প্রচার। স্লোগান,  ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। 

সংগঠনে যাঁরা যুক্ত হতে পারেব, তাঁদের দাবি,  নতুন এই ছাত্রসংগঠন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করবে।  রাজনীতির কাঠামোর বাইরে থেকে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বাংলাদেশের পক্ষে কথা বলবে।

সূত্রের খবর, , ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ছাত্রসংগঠনদের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়া হবে। এরপর ঘোষণা করা হবে কেন্দ্রীয় কমিটি। সবশেষে দফায় দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে।  বাদ যাবে না অন্য় বিশ্ববিদ্য়ালয়গুলিও। 

কতজন থাকবেন কমিটিতে? সূত্রের খবর, প্রাথমিকভাবে ১০০ জনের নাম অন্তর্ভুক্ত হতে পারে। থাকবেন ৩০ জনের মতো ছাত্রীও। ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার আশপাশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা গুরুত্ব পাবে।

আরও পড়ুন:  US Flood: মাইনাস ৫১ ডিগ্রিতে নামবে তাপমাত্রা! ভয়ংকর বন্যায় বিদ্যু‍ৎহীন ৪ লক্ষ, নিহত বেড়ে কমপক্ষে ১৪…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)   





Source link