জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম ঘোষণার আগেই সরে দাঁড়িয়েছেন দুই নেতা। বদলের বাংলাদেশের এবার আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন। চলল বিক্ষোভ, হট্টগোলও।
আরও পড়ুন: Bangladesh: হুংকারই সার! বদলের পর ভারতের থেকেই সবচেয়ে বেশি মাল কিনেছে বাংলাদেশ…
নাম, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। কেন্দ্রীয় আহ্বায়ক পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব হলেন বে জাহিদ আহসান। মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন। মখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির আর মুখপাত্র আশরেফা খাতুন। নয়া ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি নাম ঘোষণা করা হল আজ, বুধবার।
থাকছে ঢাকা বিশ্ববিদ্যাল কমিটিও। সেই কমিটির আহ্বায়ক আব্দুল কাদের। সদস্যসচিব হলেন মহির আলম। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু বাকের মজুমদার। নয়া এই ছাত্র সংগঠন তৈরি কথা ঘোষণা করেছিলেন তিনিই। কিন্তু প্রাক্তন রিফাত রশিদ কেন কেন্দ্রীয় কমিটিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল না? নয়া সংগঠনের নাম ঘোষণার আগেই বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু পড়ুয়া। স্লোগান ওঠে, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
স্রেফ বিক্ষোভ বা স্লোগানই নয়, নাম ঘোষণার আগে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দু’পক্ষ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তাঁরা মানবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে। এর আগে, নয়া ছাত্র সংগঠন থেকে সরে দাঁড়়ান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত।
আরও পড়ুন: Blackout: ব্যাপক বিদ্যুৎবিভ্রাটে অন্ধকারে ডুবল গোটা দেশ! ঘোষণা হল জরুরি অবস্থা, জারি কারফিউ…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)