NOW READING:
পর্দায় ফের অ্যানমেরি-সিদ্ধার্থ জুটি, ধামাচাপা রহস্য পুনরুদ্ধারে আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’
September 10, 2024

পর্দায় ফের অ্যানমেরি-সিদ্ধার্থ জুটি, ধামাচাপা রহস্য পুনরুদ্ধারে আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’

পর্দায় ফের অ্যানমেরি-সিদ্ধার্থ জুটি, ধামাচাপা রহস্য পুনরুদ্ধারে আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’
Listen to this article


কলকাতা: বাঙালি দর্শকের অন্যতম পছন্দের বিনোদন চ্যানেল সান বাংলা (Sun Bangla) নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’ (Debiboron)। মুখ্য চরিত্রে ফের অ্যানমেরি টম (Annmarry Tom) ও সিদ্ধার্থ সেন (Siddhartha Sen) জুটি। আকাশ সেনের পরিচালনায় খুব শীঘ্রই শুরু হবে এই ধারাবাহিক। এর আগে ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’

বাংলা বিনোদনের জনপ্রিয় চ্যানেল সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’। ‘স্টারট্র্যাক সার্ভিসেস এলএলপি’র ব্যানারে প্রদীপ চুড়িওয়াল, স্বর্ণেন্দু সমাদ্দার ও রূপালি বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। কী ধরনের গল্প বলবে এই ধারাবাহিক?

‘দেবীবরণ’ ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় ও টানটান হতে চলেছে। এই ধারাবাহিক বলবে মধুডিহি বলে এক গ্রামের গল্প যেখানে বিধু বাবু গোপনে সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা যাঁর অন্ধকার অতীত রয়েছে। দেবযানী, নিরাময় করার ঐশ্বরিক শক্তির সম্পন্ন এক মেয়ে উপস্থিত হয় এবং নিজের অজান্তেই তাঁর শাসনকে চ্যালেঞ্জ করে। অনিকেত, যে তার বাবা-মায়ের রহস্যময় মৃত্যুর জন্য দেবী কমলকামিনীকে অপছন্দ করে, সে গ্রামে ফিরে আসে। দেবযানীর অলৌকিকতার প্রতি বিশ্বাসের সঙ্গে অনিকেতের ক্রোধের সংঘর্ষের সঙ্গে সঙ্গে একটি পরিত্যক্ত মন্দির এবং এক রক্তপিপাসু দেবতা সম্পর্কে একটি দীর্ঘদিন ধরে চেপে রাখা রহস্য পুনরায় প্রকাশ্যে আসে। হত্যার চক্রান্ত, মহাজাগতিক ডাকাতি এবং ঐশ্বরিক রহস্যের মধ্যে, মধুডিহির ভাগ্য দেবযানীর হস্তক্ষেপের উপর নির্ভর করে।

আরও পড়ুন: RG Kar News: ‘ওঁদের থেকে শিখছি প্রতিবাদ কীভাবে করতে হয়…’, আন্দোলনকারী চিকিৎসকদের প্রশংসায় সুদীপ্তা

দেবযানী ওরফে দেবীর চরিত্রে অ্যানমেরি টম অভিনয় করেছেন। নায়িকার কথায়, ‘মা-বাবা নেই, মামাবাড়িতে মানুষ। দেবী এদিকে খুব হাসিখুশি ডানপিটে। বাড়ির কাজ না পারলেও পুজোর কাজে পটু। ঈশ্বরে বিশ্বাসী। সে মনে করে যা হচ্ছে সবটাই ভগবানের দান। আমি আর সিদ্ধার্থ ফের একসঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমরা।’ অনিকেতের চরিত্রে দেখা মিলবে সিদ্ধার্থর। তাঁর কথায়, ‘আমার চরিত্রটা খুবই রাগী এবং এমন একজন মানুষ যে নিজের আদর্শে চলেন। খুব একটা ঠাকুর বিশ্বাস করেন না। শহর থেকে গ্রামে এসে অন্ধবিশ্বাস দেখে তা সহ্য করতে পারে না। গ্রামবাসীদেরকে সে বোঝাতে শুরু করে নিজেদের মতো করে। আমার কাকা নিজের ক্ষমতার আস্ফালনের জন্য গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্যে জোর দেন না। আশা করছি খুব ভাল হবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link