NOW READING:
New Income Tax Bill: অস্ত্র নয়া আয়কর আইন, আপনার হোয়াটসঅ্যাপ আর মেইলে চালু সরকারি নজরদারি!
March 28, 2025

New Income Tax Bill: অস্ত্র নয়া আয়কর আইন, আপনার হোয়াটসঅ্যাপ আর মেইলে চালু সরকারি নজরদারি!

New Income Tax Bill: অস্ত্র নয়া আয়কর আইন, আপনার হোয়াটসঅ্যাপ আর মেইলে চালু সরকারি নজরদারি!
Listen to this article


 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বনাশ! আপনার হোয়াট্সঅ্যাপেও এবার উঁকি, তাহলে?

কি খবরটা দেখে ভয় পেয়ে গেলেন? হ্যাঁ ঠিকই দেখছেন। গোপন কথাটি রবেনা গোপনে! আপনার হোয়াট্সঅ্যাপ (Whatsapp)আর শুধু আপনার নয়। যখন তখন তাতে নজরদারি করতে পারে কেন্দ্রীয় সরকার (Central Govt)।  ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন আর্থিক বছরে (Financial) দেশের আয়কর কর্তৃপক্ষ(Income Tax Department) আয়কর বিল ২০২৫(Income Tax Bill 2025) অনুসারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমেলের মতো অত্যন্ত জরুরি প্ল্যাটফর্মগুলোতে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবে।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

মঙ্গলবার ২৭ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল, ২০২৫ পেশ করা হয়েছে। এই বিল সরকারকে হিসেব বহির্ভূত অর্থ এবং অবৈধ কার্যকলাপেরও হিসেব দেবে।

আরও পড়ুন: মডেল বাংলা? যাত্রীসাথীর অনুপ্রেরণায় এবার কেন্দ্র আনতে চলেছে ‘সহকার’…

নতুন এই বিল আয়কর সংস্থাগুলোকে নতুন প্রযুক্তির সঙ্গে আপ টু ডেট রাখতে সাহায্য করবে। কোনও গ্রাহক ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল লেনদেন করলে সরকার তার খোঁজ রাখতে পারবে। ডিজিটাল অ্যাকাউন্ট থেকে পাওয়া প্রমাণ আদালতে কর ফাঁকি প্রমাণ এবং ফাঁকি দেওয়া করের সঠিক পরিমাণ জানিয়ে দেবে।

অর্থমন্ত্রী সীতারামন আরও উল্লেখ করেন যে গুগল ম্যাপের ইতিহাস বলে দেবে টাকা লুকানোর জন্য যদি আপনি ঘন ঘন জায়গা বদলান। ‘বেনামি’ সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সাহায্য করবে।

আরও পড়ুন: জুয়ার নেশায় রক্তারক্তি প্রাইমারি স্কুলে, ১০ টাকা জেতার লোভে ব্লেড দিয়ে ৪০ পড়ুয়া…

অর্থমন্ত্রী বিস্তারিত বলেন যে, নতুন বিল সরকারকে যে কারও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমেলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেসের অধিকার দেবে। এছাড়াও, আর্থিক লেনদেন লুকনোর জন্য ব্যবসায়িক সফ্টওয়্যার এবং সার্ভারগুলিও সরকার অ্যাক্সেস করতে পারবে।

এই বিল আয়কর বিভাগকে ইমেল সার্ভার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অনলাইন বিনিয়োগ, ট্রেডিং প্ল্যাটফর্ম এবং সম্পদের মালিকানার বিবরণ দেবে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link