নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিরোধীদের নিশানা কেন্দ্রকে। এবার তোপ দাগলেন প্রাক্তন রেলমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব।
এদিন লালু প্রসাদ যাদব বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে।’ মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। এরপরেই কাঠগড়ায় তোলেন অশ্বিনী বৈষ্ণবকে ! বলেন, ‘দিল্লিতে পদপিষ্টের ঘটনার দায় রেলমন্ত্রীর। রেলের অব্যবস্থার জন্য দুর্ঘটনা। আমার আফসোস হচ্ছে’
আরও পড়ুন, ‘ কতগুলি প্রাণ গেলে মনে হবে রেলমন্ত্রীর, ওই চেয়ারটায় বসার নৈতিক অধিকার তাঁর নেই..’?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন