নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮, কেন্দ্রকে নিশানা তৃণমূল সাংসদ সাকেত গোখলের। ‘পদপিষ্ট হওয়ার ঘটনাকে প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল রেল। ঘটনা ধামাচাপা দিতে রেলের নির্লজ্জ প্রচেষ্টা। আরও মোদির পার্ট টাইম রেলমন্ত্রীর হাত রক্তাক্ত হল। ভারতীয় রেলে দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বাড়ছে। ভারতীয় রেলের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তারপরও রেলের নিরাপত্তায় জোর না দিয়ে রিল বানাতে ব্যস্ত রেলমন্ত্রী। কোনও দায়িত্ববোধ থাকলে, অবিলম্বে পদত্যাগ করুন অশ্বিনী বৈষ্ণব’, এক্স হ্যান্ডল পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের।
আরও পড়ুন, ইউনূসের আমলে ‘নির্যাতনের শিকার সংখ্যালঘুরা’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের !
আরও দেখুন