NOW READING:
নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় গাফিলতি ? দিলীপ বললেন,’ পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না.
February 16, 2025

নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় গাফিলতি ? দিলীপ বললেন,’ পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না.

নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় গাফিলতি ? দিলীপ বললেন,’ পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না.
Listen to this article


কলকাতা : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিরোধীদের নিশানা কেন্দ্রকে। এবার পাল্টা বিজেপি দিলীপ ঘোষ। বললেন,’ পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না, সাধারণ মানুষকে সতর্ক হতে হবে।’

দিলীপ  বললেন, আমাদের দেশের যেখানে বড় জমায়েত হয়, সেখানেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। কারণ মানুষেরও ধৈয্য কম। শৃঙ্খলতা মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না। কুম্ভতেও তাই হয়েছে। ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে।কিছু অঘটন ঘটে যায় তো দুর্ভাগ্যজনক। এত বিরাট জনসংখ্যা, আর কুম্ভের মত মেলা, পুরো হাইওয়ে , স্টেশন সব জায়গাতেই জ্যাম। তাই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সরকারকেও সতর্ক হতে হবে। দুর্ঘটনা যাতে না ঘটে , সাধারণ মানুষকে সতর্ক হতে হবে।’

আরও পড়ুন, ‘ কতগুলি প্রাণ গেলে মনে হবে রেলমন্ত্রীর, ওই চেয়ারটায় বসার নৈতিক অধিকার তাঁর নেই..’?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link