# Tags
#Blog

Serial Killer Hercules: ধর্ষকদের রাতের ঘুম এবার উড়ল! সিরিয়াল কিলার ‘হারকিউলিস’ অলরেডি মেরেছে ৩ জনকে…

Serial Killer Hercules: ধর্ষকদের রাতের ঘুম এবার উড়ল! সিরিয়াল কিলার ‘হারকিউলিস’ অলরেডি মেরেছে ৩ জনকে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক সময়ে বেশ কিছু ধর্ষণের খবর উঠে আসছে। বাবা-মাকে অচেতন করে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মত আরও অসংখ্য ঘটনা। সারা দেশ জুড়ে নানা স্থানে এমন ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এরই মাঝে ভাইরাল একটি পোস্ট। হারকিউলিসকে (Serial Killer Hercules) ফিরে আসার আর্জি নেটিজেনদের।

আরও পড়ুন- Govinda Divorce: ৩০ বছরের অভিনেত্রীর প্রেমে মশগুল গোবিন্দা! ৩৭ বছরের দাম্পত্য ভাঙছেন সুনীতা…

অনেক নেটিজেন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, আবার সেই গুপ্তঘাতক হারকিউলিস যেন ফিরে আসেন। যিনি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু কে এই হারকিউলিস? বাংলাদেশের ইতিহাসে অমীমাংসিত একটি মামলা হিসেবে পরিচিত ২০১৯ সালের আলোচিত হারকিউলিস রহস্য। তবে গ্রিক পুরাণের দেবতা ও যোদ্ধা সেই হারকিউলিসকে ফিরে পেয়ে বিচার পাওয়ার আশাও দেখেছিল অনেকে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

২০১৯ সালের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হারকিউলিস নামে এক ব্যক্তির, যিনি খুন করতেন ধর্ষকদের। একে একে ঘটে তিনটি খুন আর তার সাথে এক রহস্যময় চিরকুট। চিরকুটগুলোতেও লেখা- “ধর্ষক, ধর্ষণের পরিণতি এটাই। ধর্ষকরা সাবধান! ইতি হারকিউলিস।”

আরও পড়ুন- Mamata Banerjee | Pratul Mukhopadhyay: ‘২ দিন কোনও সাড়া নেই! প্রতুলদা আমি মমতা, শুনেই চোখ খুললেন’…

২০১৯ সালে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বর্তমানে পরিস্থিতি একেবারেই আলাদা। বদলের বাংলাদেশ এখন ইউনূসের নেতৃত্বে। এরই মাঝে ৬ বছর পর আবারও আলোচনায় সেই হারকিউলিস। সামাজিক মাধ্যমে আবারও সেই হারকিউলিসকে ফিরে পেতে চাইছে নেটিজেনরা। কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে, বিচারব্যবস্থা আছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা নিজ হাতে আইন তুলে নেওয়া আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। সেখান থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশবাসীর বাড়ছে চিন্তা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal