NOW READING:
Khakee Bengal Chapter: নেটফ্লিক্সে মহারাজের আবির্ভাব! ছিটকে গেলেন প্রসেনজিত্‍-জিত্‍…
March 17, 2025

Khakee Bengal Chapter: নেটফ্লিক্সে মহারাজের আবির্ভাব! ছিটকে গেলেন প্রসেনজিত্‍-জিত্‍…

Khakee Bengal Chapter: নেটফ্লিক্সে মহারাজের আবির্ভাব! ছিটকে গেলেন প্রসেনজিত্‍-জিত্‍…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ‘খাকি, বেঙ্গল চ্যাপ্টার’-এ (Khakee: Bengal Chapter) নাকি অভিনয় করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), তাও নাকি পুলিস অফিসারের চরিত্রে। এমনকী তাঁর শ্যুটিংয়ের ছবিও ফাঁস হয়ে গিয়েছিল সেট থেকে। তবে সৌরভের অভিনয়ের কথা সিরিজের মেকার নীরজ পাণ্ডেকে (Neeraj Pandey) জিগ্গেস করতে তিনি প্রথমে চমকে ওঠেন তারপর বলেন ‘দেখা যাক’! সোমবার নেটফ্লিক্সের (Netflix) সোশ্যাল পেজে সত্যিই পুলিসের ভূমিকায় দেখা গেল সৌরভকে। দাদার অভিনয় দেখে অবাক নেটপাড়া। কবে এত ভাল অভিনয় শিখলেন তিনি? 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ভিডিয়োতে দেখা যায় সেটে একেবারে পুলিসের সাজে হাজির হন সৌরভ। তাঁকে দেখে অবাক পরিচালক থেকে শুরু করে স্পট বয়। এরপর এক্কেবারে পরিচালকের কথা মতো কখনও রাগের, কখনও মারপিটের শ্যুট করছেন দাদা। কিন্তু ছন্দ কাটল তখন ,যখন পরিচালক বললেন, এই সব করতে হবে আট সেকেন্ডে, যা সিরিজে অনায়াসে জিত্‍ করছেন। সৌরভ বুঝে গেলেন, এটা তার পক্ষে সম্ভব নয়। তাই আর সিরিজে অভিনয় করা হল না, সিরিজের প্রচার ভিডিয়োতেই তিনি খুশি। 

আরও পড়ুন- Jisshu Sengupta Birthday: ‘কাঁটার মুকুট আগেও পরেছিস, কারও গল্পে না হয় ভিলেন!’, যীশুর জন্মদিনে খোলা চিঠি দিদির…

এই পুরোটাই আসলে ওটিটি প্ল্যাটফর্মের প্রচার কৌশল। সৌরভ পুলিস হয়ে খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজে জিত্‍-কে টেক্কা দেবেন না। তিনি এই সিরিজের প্রচারে একটি প্রোমোতে পুলিসের চরিত্রে অভিনয় করেছেন। তবে সৌরভের কমিক টাইমিং দেখে অবাক নেটপাড়া। বাইশগজ থেকে ছোটপর্দায় সঞ্চালনা, তিনি অনেক অসম্ভবকেই সম্ভব করেছেন, তবে তাঁর অভিনয় দক্ষতা যে এত উন্নত হয়েছে, তা দেখে অবাক সকলেই। 

এই প্রোমো প্রসঙ্গে সৌরভ বলেন, “আমি সবসময় থ্রিলার এবং পুলিস ড্রামার প্রতি আগ্রহী ছিলাম, এবং খাকি ফ্র্যাঞ্চাইজি আমার প্রিয়। তাই যখন নেটফ্লিক্স থেকে আমার কাছে এসেছিল, তখন আমি খুবই উত্সাহিত ছিলাম।  একজন সুপারফ্যান হিসাবে ওদের সঙ্গে খাকি: দ্য বেঙ্গল চ্যাপটার এর প্রচারের কাজ করতে রাজি হই। সিরিজটি কলকাতাজুড়ে শুট করা হয়েছে এবং এর চমৎকার গল্প এবং অসাধারণ অভিনয় এটিকে দুর্দান্ত থ্রিলার বানিয়েছে, যা যেকোনো থ্রিলার প্রেমীকে অবশ্যই দেখতে হবে।”

আরও পড়ুন- Kajol on Deb Mukherjee: ‘তুমি নেই, ভাবতেও পারি না’, কাকা দেব মুখার্জির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন কাজল…

প্রসঙ্গত, খাকি: দ্য বেঙ্গল চ্যাপটার সিরিজে ২০০০ সালের শুরুর দিকে কলকাতায় ঘটতে থাকা এক গ্যাংস্টার এবং রাজনৈতিক নেতার ক্ষমতাদখলের লড়াই। এই সিরিজে রয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিং, পূজা চোপড়া, আকাঙ্ক্ষা সিং, মিমো চক্রবর্তী, শ্রদ্ধা দাস এবং পরমব্রত চট্টোপাধ্যায়। ২০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal