NOW READING:
নেতাজির ‘মৃত্যুর তারিখ’ ঘোষণা রাহুলের ! চরম সমালোচনার মুখে সোনিয়া পুত্র
January 23, 2025

নেতাজির ‘মৃত্যুর তারিখ’ ঘোষণা রাহুলের ! চরম সমালোচনার মুখে সোনিয়া পুত্র

নেতাজির ‘মৃত্যুর তারিখ’ ঘোষণা রাহুলের ! চরম সমালোচনার মুখে সোনিয়া পুত্র
Listen to this article


নয়াদিল্লি: আজ নেতাজির জন্মবার্ষিকী। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে উৎসব। এদিকেে নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়েই বিপাকে পড়লেন রাহুল গান্ধী। তাঁর সোশ্যাল পোস্ট ঘিরে উঠেছে নেতাজীকে ‘অপমান’ করার অভিযোগ। মূলত রাহুলের পোস্টে নেতাজির মৃত্যুর তারিখ লেখা নিয়েই তোলপাড় জাতীয় রাজনীতি !

Rahul On Netaji Death Controversy: নেতাজির 'মৃত্যুর তারিখ' ঘোষণা রাহুলের ! চরম সমালোচনার মুখে সোনিয়া পুত্র

নেতাজির জন্ম তারিখ ২৩ জানুয়ারি আমাদের সকলেরই জানা। কিন্তু তাঁর মৃত্যুর তারিখ নিয়ে ধোঁয়াশা রয়েছে। নেতাজির জন্ম তারিখ ১৮৯৭ সালের ২৩  জানুয়ারি অনুযায়ী, ইতিমধ্যেই ১০০ বছর পার হয়ে,  দেড়শোর পথে। তাই জীবনকালের একটা নির্দিষ্ট সময়ের পর, তিনি জীবিত নাকি মৃত এ প্রশ্ন, শীতল ঘরে পৌঁছে গিয়েছে। তবে এখনও ধারালো যুক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে নেতাজির মৃত্যুর তারিখ। আর এদিন সোশ্যাল পোস্টে নেতাজির মৃত্যুর তারিখ উল্লেখ করেই চরম বিতর্কে জড়িয়েছেন সোনিয়া পুত্র রাহুল।

এদিন তিনি সোশ্যাল পোস্টে লেখেন , আজাদহিন্দ  ফৌজের প্রতিষ্ঠাতা মহান বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে , তাঁর জন্মদিনে জানাই শ্রদ্ধা। তাঁর সংগ্রাম, সহ্যক্ষমতা এবং অবদান, দেশবাসীকে অনুপ্রাণিত করে। প্রণাম জানাই। এটুকু বলে, তিনি নেতাজির ছবির উপরে তাঁর মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন। 

আরও পড়ুন, নেতাজি জন্মদিনে সুভাষচন্দ্রর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়ক সৌমেনের ! বললেন..

আরও দেখুন





Source link