NOW READING:
নিট ইউজির রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষার ধরনে কী কী বদল ? মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
February 9, 2025

নিট ইউজির রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষার ধরনে কী কী বদল ? মাথায় রাখতে হবে এই বিষয়গুলি

নিট ইউজির রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষার ধরনে কী কী বদল ? মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
Listen to this article


NEET 2025: ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। বিগত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটের রেজিস্ট্রেশন। আগামী ৭ মার্চ (NEET UG 2025) পর্যন্ত চলবে এই আবেদন। আগামী ৪ মে হতে চলেছে এই পরীক্ষা। সারা দেশজুড়েই আয়োজিত হবে এই নিট ইউজি ২০২৫। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আগ্রহী প্রার্থীরা মেডিকেল পড়ার সুযোগ পাবেন। এনটিএ এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে আপডেটেড ইনফরমেশন বুলেটিন, পরীক্ষার ধরন এবং সিলেবাস বিস্তারিতভাবে জানিয়েছে। নিটের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই তথ্যগুলি জানা যাবে। এবারের পরীক্ষায় বেশ কিছু বদল এসেছে, দেখে নিন কী কী বদল এল।

কী কী বদল নিট ইউজি ২০২৫-এ ?

কোনো বিকল্প প্রশ্ন থাকছে না

নিট ইউজি ২০২৫ পরীক্ষায় সেকশন বি-তে কোনো বিকল্প প্রশ্ন আর থাকবে না। অর্থাৎ কোভিডের আগে যে নিয়মে পরীক্ষা হত, সেই নিয়মই আবার ফিরিয়ে আনা হয়েছে। প্রার্থীদের ১৮০টি প্রশ্নেরই উত্তর করতে হবে। পদার্থবিদ্যা ও রসায়নে ৪৫টি করে এবং জীববিদ্যায় থাকবে ৯০টি প্রশ্ন।

নতুন টাই-ব্রেকিং নিয়ম

টাই-ব্রেকিং নিয়মেও বদল এসেছে। অর্থাৎ কোনো দুই বা ততোধিক প্রার্থী যদি একই নম্বর পান পরীক্ষায়, সেক্ষেত্রে মেধাতালিকা কীভাবে তৈরি হবে তার নিয়মে এসেছে বদল। টাই ভাঙার কোনো এবার থেকে কোনোভাবেই প্রার্থীর বয়স এবং অ্যাপ্লিকেশন নম্বর কাজে লাগানো হবে না। নিচের নিয়ম মেনে প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করা হবে –

জীববিদ্যায় প্রাপ্ত বেশি নম্বর

রসায়নে প্রাপ্ত বেশি নম্বর

পদার্থবিদ্যায় প্রাপ্ত বেশি নম্বর

সমস্ত বিষয়ে কম সংখ্যক ভুল উত্তর

জীববিদ্যায় কম সংখ্যক ভুল উত্তর

রসায়নে কম সংখ্যক ভুল উত্তর

পদার্থবিদ্যায় কম সংখ্যক ভুল উত্তর

এরপরেও যদি নম্বর একই থেকে যায় প্রার্থীদের, তাহলে সেই ক্ষেত্রে একটি পৃথক বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

পরীক্ষার বিধি

পরীক্ষাকেন্দ্র নির্বাচন

পরীক্ষার্থীদের স্থায়ী ঠিকানার আশেপাশে তিনটি আলাদা আলাদা শহরের বিকল্প দিতে হবে আবেদনের সময় পরীক্ষাকেন্দ্র হিসেবে।

পরীক্ষার সময় ও প্রবেশের নিয়ম

দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে এই পরীক্ষা। সমস্ত পরীক্ষাকেন্দ্রেই একই নিয়মে হবে এই পরীক্ষা। দুপুর দেড়টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে প্রার্থীদের, এরপরে আর প্রবেশের সুযোগ পাওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ৩ ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থীদের এসে উপস্থিত হতে হবে।

ছবি আপলোডের নিয়ম

প্রার্থীদের এই পরীক্ষায় আবেদনের সময় সাম্প্রতিক সময়ের একটি ছবি আপলোড করতে হবে, যা ১ জানুয়ারি ২০২৫-এর পরে তোলা হয়েছে। এর সঙ্গে তাদের স্বাক্ষর, আঙুলের ছাপ, সংশ্লিষ্ট শংসাপত্রও যথাযথভাবে আপলোড করতে হবে।

আরও পড়ুন: Asmita Patel: শেয়ার বাজারের ‘She Wolf’ ! এই ইনফ্লুয়েন্সারকে নিষিদ্ধ ঘোষণা সেবির, বাজেয়াপ্ত ৫৩ কোটি টাকা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link