NOW READING:
KKR IPL 2025 Jersey: নাইটদের নতুন অরিজিনাল জার্সি লাগবে? জানুন কোথায় কত টাকায় নাম লিখিয়ে বিক্রি হচ্ছে..
March 3, 2025

KKR IPL 2025 Jersey: নাইটদের নতুন অরিজিনাল জার্সি লাগবে? জানুন কোথায় কত টাকায় নাম লিখিয়ে বিক্রি হচ্ছে..

KKR IPL 2025 Jersey: নাইটদের নতুন অরিজিনাল জার্সি লাগবে? জানুন কোথায় কত টাকায় নাম লিখিয়ে বিক্রি হচ্ছে..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পরেই শুরু আইপিএল (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা, সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ক্রিকেটের নন্দনকাননেই মেগাফাইনাল ২৬ মে। লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়ে গিয়েছে। 

আরও পড়ুন:  ‘মোটা রোহিত শর্মা ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক’!

এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা। গতবার কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় বিসিসিআই (BCCI) নিয়ম মেনেই কেকেআরের ঘরের মাঠকে বেছে নিয়েছে আইপিএলের শুরু এবং শেষের জন্য। আগামী ২২ মার্চ কেকেআরের আইপিএল অভিযান শুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  

কেকেআর মাঠে নামার ঠিক ১৯ দিন আগে নতুন জার্সি উদ্বোধন করে দিল। তিনবারের  চ্যাম্পিয়ন দল তিন তারা জুড়েছে জার্সিতে। ২৭ মে ২০১২ সালে আসে কেকেআরের প্রথম ট্রফি, ১লা জুন ২০১৪ সালে দ্বিতীয় ট্রফি ও ২৬শে মে ২০২৪- এ এসেছে শেষ ট্রফি। জার্সি উদ্বোধনে দারুণ প্রমো করেছে শাহরুখ খানের টিম। পাশাপাশি ভক্তদের আরও বড় চমক দিয়েছে কেকেআর। মিথুন তারকামণ্ডলে তিনটি আসল তারা নথিভুক্ত করিয়েছে, যার নাম দেওয়া হয়েছে করব, ‘লড়ব’ ও ‘জিতব’… যা নাইটদের বিগত ১৮ বছর কেকেআরের স্লোগান। 
 

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

নাইটদের নতুন জার্সি আপনিও কিনতে পারেন ঘরে বসেই। যার জন্য আপনাকে ঢুকতে হবে https://knightclub.page.link/shop -এ। সেখানে গেলেই দেখতে পারবেন যে, ১৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ‘অফিসিয়াল প্লেয়ার এডিশন জার্সি ২০২৫’, সেই জার্সি কাস্টোমাইজড করে নিজের নাম লেখাতে খরচ পড়বে ২১৪৯ টাকা। আর বাড়ির খুদের জন্য কেকেআরের নতুন জার্সি কিনতে চাইলে আপনার খরচ হবে ১২৯৯ ও ১৫৪৯ টাকা (কাস্টোমাইজড)। এবার ইডেন মাতানোর আগেই অনলাইনে কিনে ফেলুন নাইটদের নতুন অরিজিনাল জার্সি 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link