মণিপুর: অশান্তি বেড়েই চলেছে মণিপুরে। মেইতেই জনগোষ্ঠীর কিছু ব্যক্তির দেহ পাওয়া যেতেই ফের শুরু হয়েছে বিক্ষোভ। ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি এলাকায়। অগ্নিগর্ভ পরিস্থিতির আবহে এবার বিজেপির এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কনরাড সাংমার ন্যাশানল পিপলস পার্টি। দলের সভাপতি কনরাড সাংমা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে এই সিদ্ধান্তর কথা ইতিমধ্যে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন।
গত দেড় বছর ধরে অশান্ত রাজ্য। রাজ্যের হিংসার পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই পরিস্থিতিতে সরকারে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়, এমনটাই জানিয়েছে এনপিপি। তবে এনপিপি সমর্থন তুলে নিলেও এন বীরেন সিংহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন হবে এমনটা নয়। কারণ এনপিপির সাত বিধায়কের সমর্থন ছাড়াই বীরেন সরকার সংখ্যাগরিষ্ঠ।
যদিও এনপিপির সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বিজেপির জন্য অস্বস্তিকর। এক্ষেত্রে মণিপুর দাঙ্গা নিয়ে মান্যতা পেল বিরোধীদের সমালোচনা, এনপিপি- এর সিদ্ধান্ত নিয়ে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন, দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে উত্তর-পূর্ব রাজ্যটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
মেইতি এবং কুকি-জো গোষ্ঠীর মধ্যে অশান্তি গত কয়েক মাস ধরে অশান্তি ও উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়, যা সাম্প্রতিককালে ওই রাজ্যের স্বাভাবিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন