NOW READING:
Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…
January 15, 2025

Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…

Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বিলম্ব না করে চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাই এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপির ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন।

আরও পড়ুন: পড়ুয়ারা আত্মহত্যা করলে কোনওভাবেই দায়ী থাকবে না কর্তৃপক্ষ! ছাত্রদের দিয়ে লিখিয়ে নিচ্ছে স্কুল…

তারা বলছেন, আগামী নির্বাচন কোনোভাবেই ২০২৫ সালের পরে যাওয়া ঠিক হবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। তবে বাংলাদেশের কোনো-কোনো রাজনৈতিক দল মনে করে, নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া না করে সংস্কারকে গুরুত্ব দিতে হবে। কারণ নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে একটা ভুল ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। আবার কেউ-কেউ মনে করেন জুলাই-আগস্ট বাংলাদেশে বর্ষাকাল। তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত। কারণ, বাংলাদেশের ইতিহাসে সবসময় এই সময়ে জাতীয় নির্বাচন হয়ে আসছে।  

বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সফল হতে পারছে না। তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের জন্য সম্মানজনক। এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলছে, সেটির সঙ্গে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত। তারা বলছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link