# Tags
#Blog

কবে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ? বড় আপডেট দিল NASA

কবে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ? বড় আপডেট দিল NASA
Listen to this article


নয়াদিল্লি : গত ৬ জুন থেকে মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। শীঘ্রই তাঁরা পৃথিবীতে ফিরে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু NASA বলছে, তাঁদের আরও কিছুদিন অনিশ্চয়তায় কাটাতে হতে পারে। 

বোয়িং স্টারলাইনার মহাকাশযান বা SpaceX-এর ড্র্যাগন ক্যাপসুলে সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত NASA শনিবারই নিতে চলেছে। এমনই বলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA। এক বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে, এজেন্সি পর্যায়ে রিভিউ মিটিংয়ের পর যা ২৪ আগস্টের আগে হওয়া সম্ভব নয়, তারপরই জানা যাবে সুনীতাদের নিয়ে স্টারলাইনারের পৃথিবীতে ফেরা নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন মতো থাকার কথা ছিল সুনীতা ও উইলমোরের। কিন্তু, তা এখন বেড়ে বেড়ে দুই মাসের বেশি হতে চলেছে। 

এর আগে আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল NASA. তাই NASA-র গবেষণায় সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ মহাকাশে দীর্ঘ সময় থাকলে মারাত্মক প্রভাব পড়ে শরীরে। আর এই পরিস্থিতিতে আরও বড় বিপদের ইঙ্গিত মিলছিল। আমেরিকার মিলিটারি স্পেস সিস্টেমস-এর প্রাক্তন কম্যান্ডার রুডি রিডল্ফি সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে বড় বিপদের কথা জানান। যে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশে রওনা দেন সুনীতা এবং ব্যারি, তাতে চেপে পৃথিবীতে তাঁদের ফেরায় বিপদের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন রুডি। তাঁর মতে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি কী অবস্থায় রয়েছে, তার উপরই সুনীতা এবং ব্যারির নিরাপদে প্রত্যাবর্তন নির্ভর করছে। (NASA News)

রুডির কথায়, “ক্যাপসুলটি পৃথিবীতে ফেরার মতো উপযুক্ত অবস্থায় থাকলে ভাল। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হতে পারে। কিন্তু তা যদি না হয়, সেক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢাক্কা খেয়ে, জ্বলন্ত অবস্থায় মহাকাশে ফিরে যেতে পারে মহাকাশযানটি। খাড়া অবস্থায় মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে গেলে, তার বর্মটি নষ্ট হয়ে গিয়ে বিপর্যয় নেমে আসবে। ঘর্ষণের ফলে পুড়ে ছাই হয়ে যাবে মহাকাশযানটি। সেই সঙ্গে কার্যত বাষ্পীভূত হয়ে উবে যেতে পারেন সুনীতা এবং ব্যারি।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal