জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮৬ দিন মহাকাশে থাকার পর বুধবার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) পৃথিবীতে ফেরেন। সেই খবরে উচ্ছ্বসিত সকলেই। গুজরাতের মেয়েকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদীও (Narendra Modi), জানিয়েছেন ভারতে আসার আমন্ত্রণও। জানা গিয়েছে, শীঘ্রই ভারতে আসবেন সুনীতা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সুনিতা উইলিয়ামসের খুড়তুতো বোন ফাল্গুনী পান্ডিয়ার কথায়, ‘আমাদের কাছে সঠিক তারিখ নেই, তবে তিনি অবশ্যই শীঘ্রই ভারতে আসবেন। আমি আশা করি এই বছরই আসবে।’ আর সুনীতা গ্রামে ফিরলেই হবে সামোসা পার্টি। ফাল্গুনী আরও বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না! ওঁর হাসিমুখটা দেখে স্বস্তি পেয়েছি। এবার সুনীতা বাড়ি ফিরে এলে শুধুই ফ্যামিলি টাইম কাটাব।’
আরও পড়ুন, Sunita Williams | Narendra Modi: ‘প্রিয় সুনীতা, ভালো থেকো…’, আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী…
আরও পড়ুন, Sunita Williams: নাসা-র ভুলে মৃত্যুমুখে ৯ মাস কাটিয়ে সুনীতা হাতে পাবেন মাত্র ৩৮৭ টাকা! ওভারটাইম-ইনসেনটিভ, কিসসু নেই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)