NOW READING:
Narendrapur: নরেন্দ্রপুরে যুবতীকে ‘গণধর্ষণ’! অভিযুক্ত ৪…
November 5, 2024

Narendrapur: নরেন্দ্রপুরে যুবতীকে ‘গণধর্ষণ’! অভিযুক্ত ৪…

Narendrapur: নরেন্দ্রপুরে যুবতীকে ‘গণধর্ষণ’! অভিযুক্ত ৪…
Listen to this article


তথাগত চক্রবর্তী: নরেন্দ্রপুরের ঢালুয়ায় বেহুঁশ করে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় মোট অভিযুক্ত ৪। ঘটনার তদন্তে নেমে রাজীব সরদার ও রাকেশ নস্কর নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। 

পুর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত এক যুবকের সঙ্গে। কালিপুজো দেখতে যাওয়ার নাম করে ১ নভেম্বর তারা গড়িয়া স্টেশন চত্বর এলাকায় মিলিত হয়। সেখান থেকে ঢালুয়া এলাকায় একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার অভিযোগ পানীয়ের সাথে কিছু মিশিয়ে তাকে বেঁহুশ করা হয়। পরে তাকে পরিবারের লোক উদ্ধার করে এম.আর বাঙুর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনায় ৩ তারিখে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার সিএসপি ফয়সেল বিন আহমেদ।

আরও পড়ুন, Malda: ফের ধর্ষণ-কাণ্ডে উঠে এল সিভিক ভলান্টিয়ারের নাম! ব্যবস্থা নেয়নি পুলিস, দাবি নির্যাতিতার… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link