NOW READING:
WAVES Summit 2025: যুদ্ধ-আবহেই দেশের সবচেয়ে বড় ‘বিনোদন’, শাহরুখ-আলিয়া-দীপিকাদের মঞ্চ আলো করবেন মোদী!
April 30, 2025

WAVES Summit 2025: যুদ্ধ-আবহেই দেশের সবচেয়ে বড় ‘বিনোদন’, শাহরুখ-আলিয়া-দীপিকাদের মঞ্চ আলো করবেন মোদী!

WAVES Summit 2025: যুদ্ধ-আবহেই দেশের সবচেয়ে বড় ‘বিনোদন’, শাহরুখ-আলিয়া-দীপিকাদের মঞ্চ আলো করবেন মোদী!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলার পর পিছিয়েছে একের পর এক কনসার্ট থেকে শুরু করে বিনোদনমূলক অনুষ্ঠান। ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়ন চলছে, যুদ্ধের আবহের মাঝেই ১ মে থেকে ৪ মে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে প্রথম বিশ্ব অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) ২০২৫ । এটি ভারতকে একটি বিশ্বব্যাপী মিডিয়া, বিনোদন এবং সৃজনশীল উদ্ভাবনী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা। এই অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ১ মে মুম্বইতে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। হাজির থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), আমির খান (Aamir Khan), করণ জোহর থেকে শুরু করে সারা ভারতের সুপারস্টারেরা। 

আরও পড়ুন- Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…

WAVES সামিটের মূল লক্ষ্য

WAVES শীর্ষ সম্মেলন ২০২৫-এর লক্ষ্য হলো ভারতকে মিডিয়া এবং বিনোদনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে তুলে ধরা। এর উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধি, ভারতের সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ আনা এবং দেশে মিডিয়া এবং বিনোদন বাস্তুতন্ত্রের উন্নয়ন। 

WAVES সামিটের থিম

২০২৫ সালের ওয়েভস সামিটের মূল বিষয়বস্তু হলো মিডিয়া বিশ্বায়ন, কন্টেন্ট তৈরি ও বিতরণের ভবিষ্যৎ এবং এআই এবং মেটাভার্সের মতো প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিগত উন্নতি।

চারদিন ব্যপী চলবে এই সামিট। WAVES সামিটের পূর্ণ সূচী

WAVES সামিটের অতিথি তালিকা

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েভস সামিট ২০২৫-এ বিশাল সংখ্যক অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন। ভারতের মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে (জেডব্লিউসিসি) ৪ দিনের এই অনুষ্ঠানে ভারতের বৃহত্তম সুপারস্টার, চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। 

আরও পড়ুন- Digha Jagannath Temple: ‘বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জগন্নাথদেবের ছবি ও প্রসাদ’, দীঘা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর…

হাজির থাকবেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহনলাল, হেমা মালিনী, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, করণ জোহর, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর খান, একতা কাপুর, ভূষণ কুমার, নমিত মালহোত্রা, এসএস রাজামৌলি, এআর রহমান, কৌতুক, আলিউশক, আলিউশা, কাপুর খান, অমিতাভ। মুকেশ আম্বানি, নীতা আম্বানি, শহিদ কাপুর, রাজকুমার রাও, অ্যাটলি, রিতেশ দেশমুখ, জোয়া আখতার, বিজয় দেবরাকোন্ডা, টেড সারানডোস (নেটফ্লিক্সের সহ-সিইও), নীল মোহন (ইউটিউবের সিইও), এবং অ্যাডাম মোসেরি (ইনস্টাগ্রামের প্রধান)।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link