সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মালদা, নোদাখালির পরে ফের আক্রান্ত তৃণমূলকর্মী । নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলকর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে অভিযোগ। নৈহাটির পানিট্যাঙ্কিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলে গুলি ! এরপরই আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু হয়, দাবি স্থানীয় নেতৃত্বের।
এখনও পর্যন্ত স্পষ্ট নয় মৃত্যুর কারণ। তবে যেটা জানা গিয়েছে, সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে, বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিত অর্জুন সিং।
অর্জুন সিংহ যেটা জানিয়েছেন যে, বছর দেড়েক আগে রাজেশের উপর হামলা চালিয়েছিল সন্তোষ ! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি চালিয়েছিল। যার জেরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল ।এবং তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। মারধর করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানা অভিযোগ জমা পড়েছিল। প্রতিহিংসা বশতই কি তবে এই ঘটনা ঘটেছে। এবং এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। স্পষ্ট জানিয়েছেন, প্রাক্তন সাংসদ।
আরও পড়ুন, ২৮ এই সব শেষ, মহাকুম্ভে গিয়ে সন্তানের মৃত্যু দেখত হল পরিবারকে ! মা-বাবা বলে আর যে কেউ ডাকবে না..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours