মালদার পর নৈহাটি, ফের হামলা শাসক নেতার উপর
Naihati News: মালদার পর নৈহাটি, ফের নিশানায় তৃণমূল নেতা। নৈহাটির তৃণমূল নেতা সন্তোষ যাদবের উপর গুলি, পাথর দিয়ে হামলা। তাড়া করে গুলি করা হয় সন্তোষকে।
মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩০; স্পষ্ট করল যোগী সরকার
মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩০ জনের। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গেলেও ৫ জনকে করা যায়নি।
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মমান্তিক দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেছেন। মর্গের সামনেও জড়ো হয়েছেন অনেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে প্রিয়জন হারানোর হাহাকার। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।