NOW READING:
নৈহাটিতে BJP কর্মীদের বাড়িতে হামলা, প্রতিবাদে শুভেন্দুর মিছিল
February 9, 2025

নৈহাটিতে BJP কর্মীদের বাড়িতে হামলা, প্রতিবাদে শুভেন্দুর মিছিল

নৈহাটিতে BJP কর্মীদের বাড়িতে হামলা, প্রতিবাদে শুভেন্দুর মিছিল
Listen to this article


ABP Ananda Live: নৈহাটি তৃণমূলকর্মীর সন্তোষ যাদব খুনে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা। তারই প্রতিবাদে নৈহাটিতে শুভেন্দু অধিকারী। 

 

চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান। আর তাতেই ফের ধুন্ধুমার কাণ্ড। হাসপাতালে ঢোকার মুখে আটকায় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়ান আন্দোলনকারীরা। অনড় ছিলেন চিকিৎসকরা। দীর্ঘক্ষণ বচসার পর ঢোকার অনুমতি দেয় তারা। 

৯ অগাস্ট থেকে ৯ ফেব্রুয়ারি, ৬ মাস পেরিয়ে গেছে। তবে শুকোয়নি ক্ষত। নিহত চিকিৎসকের জন্মদিনে রবিবার কলেজ স্কোয়ার থেকে অভয়ামঞ্চের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন তাঁর মা-বাবাও। সেই মিছিল আর জি কর মেডিক্য়ালে পৌঁছলে আন্দোলনকারীদের বাধা দেয় CISF ও কলকাতা পুলিশ। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়। অভয়া মঞ্চ আহ্বায়ক চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, “আমরা হাসপাতালে কোনও বিশৃঙ্খলা চাই না। কোনও দিক থেকে প্ররোচনা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। সেই প্ররোচনাতে কোনওভাবে কেউ পা দেবেন না। আমরা আপাতত এই বেলগাছিয়া রোডে অপেক্ষা করব। কিন্তু আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাঁকে আমরা স্মরণ করব।”



Source link