NOW READING:
Nagpur violence: পর্দার হিংসা বাস্তবে! জ্বলছে মহারাষ্ট্র, ঔরঙ্গজেবকে ভিলেন করে বিপাকে ভিকির ‘ছাওয়া’…
March 18, 2025

Nagpur violence: পর্দার হিংসা বাস্তবে! জ্বলছে মহারাষ্ট্র, ঔরঙ্গজেবকে ভিলেন করে বিপাকে ভিকির ‘ছাওয়া’…

Nagpur violence: পর্দার হিংসা বাস্তবে! জ্বলছে মহারাষ্ট্র, ঔরঙ্গজেবকে ভিলেন করে বিপাকে ভিকির ‘ছাওয়া’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে ধুন্ধুমার (Nagpur Violence)। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চলে লুঠপাট, ভাঙচুর৷  একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই গ্রেফতার ৩০ জনের বেশি। নাগপুরের সংঘর্ষের সঙ্গে জুড়ে গিয়েছে ভিকি কৌশলের (Vicky Kaushal) ছবি ‘ছাওয়া’র নাম। ‘ছাওয়া’ (Chhaava) দেখার পরেই নাকি ঔরঙ্গজেবের সমাধি ভাঙতে লাঠি হাতে বেরিয়ে পড়ে একদল লোক, এমনটাই অভিযোগ ওঠে নেটপাড়া। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা যায় যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুর। বলা হয়, মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে। সূত্রের দাবি, এদিন অশান্তির সূত্রপাত বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়। এই সংঘর্ষ সামলাতে ২৫ জন পুলিসও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। জারি করা হয়েছে কার্ফু। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। আপাতত কোনও স্থানে জমায়েত নিষিদ্ধ। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। 

আরও পড়ুন- Kabir Suman Biopic | Anirban Bhattacharya: তাঁর নামেই গানওলার সিলমোহর! ‘কবীর সুমন আমার অক্সিজেন’, বলছেন অনির্বাণ…

কিন্তু যে সমাধি ৩০০ বছর ধরে ওই স্থানে রয়েছে, হঠাত্‍ কেন সেই সমাধি সরিয়ে নেওয়ার দাবি উঠল। এখানেই উঠে আসে ভিকি কৌশলের ছবি ‘ছাওয়া’ প্রসঙ্গ। শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের জীবন নিয়ে এই ছবির গল্প। এই ছবির একটা বড় অংশ জুড়ে দেখানো হয়েছে ঔরঙ্গজেবের আমলে কীভাবে হিন্দুদের উপর অত্যাচার চলত। ইতিহাস নিয়ে পড়াশোনা করা অনেকেরই অবশ্য দাবি, এই ছবিতে যে ইতিহাস দেখানো হয়েছে, তা সঠিক নয়। অনেকটাই বাড়িয়ে চড়িয়ে ইতিহাসকে অতিরঞ্জিত করার চেষ্টা চলেছে। 

নেটপাড়া জুড়ে তাই নাগপুর সংঘর্ষের কারণ হিসাবে দায়ী করা হয়েছে ভিকি কৌশলের ছবিকেই। এক নেটিজেন লেখেন, ‘একটা সিনেমা দেখে যদি কেউ গোটা শহর জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের মানসিক চিকিত্‍সা দরকার। আর যে রাজনৈতিক দল সেটা সাপোর্ট করে, তাদেরও চিকিত্‍সা দরকার’। কেউ কেউ আবার বলিউডকে বয়কটের ডাকও দেন। এক ব্যক্তি লেখেন, ‘বলিউডকে বয়কট করা উচিত। সিনেমায় ইতিহাস বিকৃত করার দায়ে এই মেরুদন্ডহীন ইন্ডাস্ট্রিকে আর সহ্য করা যাচ্ছে না’। 

আরও পড়ুন- Tamannaah Bhatia-Vijay Varma Separation: বিজয়ের ব্লেজার পরেই পার্টিতে তামান্না! প্রাক্তনকে ভুলতে পারছেন না নায়িকা…

ভিকির উপরেও বিরক্তি প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটিজেন লেখেন, ‘ভিকি নিজে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছেন। সেখানে এরকম লো গ্রেড সিনেমা করে গোটা দেশের শান্তি বিঘ্নিত করছেন। ওর বিরুদ্ধে মামলা করা উচিত।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাওয়া সিনেমা থেকেই ঔরঙ্গজেবের বিরুদ্ধে মানুষ সংঘবদ্ধ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল একটা বিক্ষোভ করেছিল। সেখান থেকে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেখান থেকেই হিংসা ছড়িয়ে পড়েছে।’শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link