NOW READING:
বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাত ৮ টায় বাড়ির বাইরে পা, আচমকাই ফোন অফ যুবকের !..
March 26, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাত ৮ টায় বাড়ির বাইরে পা, আচমকাই ফোন অফ যুবকের !..

বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাত ৮ টায় বাড়ির বাইরে পা, আচমকাই ফোন অফ যুবকের !..
Listen to this article



<p><strong>প্রদ্যোৎ সরকার, নদিয়া:</strong> বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুনের অভিযোগ, রেল লাইনের পাশে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে &nbsp;কালীগঞ্জ থানা এলাকায়।&nbsp;</p>
<p>গতকাল রাতে কালীগঞ্জ থানার হাট গোবিন্দপুর রেল লাইনের ধারে থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মফিজুল সেখ। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৩৩। তাঁর বাড়ি হাট গোবিন্দপুর দক্ষিণপাড়ায়। পরিবারের দাবি, গতকাল রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। এরপর ফোন করলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপর তারা খবর পান রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান রেললাইনের ধারে তার মৃতদেহ পড়ে আছে।</p>
<p>তাঁদের অভিযোগ খুন করে দেহটি রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রীর দাবি , প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার সঙ্গে পালিয়ে যেতে রাজি না হওয়ায় সে ‘খুন’ করিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার।</p>
<p>আৎও পড়ুন, <a title="কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন.." href="https://bengali.abplive.com/district/fake-albumin-injection-rescue-from-kolkata-hospital-1127125" target="_self">কলকাতার নামী হাসপাতালে এবার জাল ইঞ্জেকশন ! বড় সার্জারিতে ব্যবহার হয় এই গুরুত্বপূর্ণ অ্যালবুমিন..</a></p>



Source link