NOW READING:
মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি, কল্যাণীতে মৃত্যু মহিলার
February 23, 2025

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি, কল্যাণীতে মৃত্যু মহিলার

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি, কল্যাণীতে মৃত্যু মহিলার
Listen to this article


সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার কল্যাণীতে মিলন মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার। জখম হন বেলুন বিক্রেতা-সহ আরও ৩ জন। কল্যাণীর ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাঁদেরকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়।  আহত তিনজন মধ্যে বেলুন বিক্রেতা রয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যাণী থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। 

বারুইপুরে মেলায় (Baruipur News) গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানাতে গিয়ে বিপত্তি হয়। পড়ে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা ও নাবালিকা। গত ডিসেম্বর মাসে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছলি মিলন মেলা ৷ প্রতিদিনই ওই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ সেখানেই ঘটে এধরনের ঘটনা।                                            

ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। পরিবারের অন্যদের সঙ্গে মিলনমেলায় সেদিন গিয়েছিলেন তাঁরা ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। মেলা কর্তৃপক্ষ দাবি করে, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। রিলস বানানোর জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷ 

আরও পড়ুন: Hooghly Flood News: DVC বোরো চাষের জল ছাড়তেই ভাঙল বাঁধ, প্লাবিত হুগলির খানাকুল

আরও দেখুন



Source link