নাকাশিপাড়া (নদিয়া) : গেমের পাসওয়ার্ড না দেওয়ায় খুনের অভিযোগ ! নদিয়ার নাকাশিপাড়ায় খুন নবম শ্রেণির এক ছাত্র । টিউশন থেকে বেরোতেই গলায় ফাঁস দিয়ে তাকে খুন করা হয়। ঘটনায় ইতিমধ্যে ২ নাবালক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, যেটা প্রাথমিক পর্যায়ে জানতে পারা গেছে সেটা হচ্ছে Free Fire যে গেম আছে সেই গেমের আইডিটা যে খুন হয়েছে সেই কিশোর নিয়ে রেখেছিল। অভিযুক্তের আইডি ছিল ওটা। বারবার বলার পরেও সেটা দিচ্ছিল না। তারই প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে। সেটা অভিযুক্ত তাদের কাছে স্বীকারও করেছে বলে দাবি তাঁর।
সবিস্তারে আসছে…
আরও দেখুন