NOW READING:
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা
March 25, 2025

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা
Listen to this article



<p>ABP Ananda Live: পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা । গ্রেফতার নদিয়ার কালীগঞ্জের SFI নেতা রেজা সেখ । ১৬ তারিখ ওই যুবক সার্টিফিকেট আনতে যান পঞ্চায়েতে । বেশকিছুদিন ধরে সার্টিফিকেটের জন্য ঘোরাচ্ছিল প্রধান, অভিযোগ সিপিএমের । ১৬ তারিখও প্রধান দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়েন SFI নেতা, দাবি সিপিএমের । তারপরই প্রধানের সঙ্গে SFI নেতার হয় বাদানুবাদ দাবি সিপিএমের&nbsp; ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে SFI নেতাকে’, দাবি সিপিএমের । ওই SFI নেতা সার্টিফিকেট নিতে এসে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছে, অভিযোগ প্রধানের। &nbsp;</p>
<p><strong>সংসদের বাইরে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের</strong>,</p>
<p>১০০ দিনের টাকা না দেওয়ার অভিযোগ সংসদের বাইরে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। মকর দ্বারে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। ১০০ দিনের কাজের টাকা না মেলার প্রতিবাদে বিক্ষোভ। কৃষক ইস্যুতে বিক্ষোভে সরব কংগ্রেসও।</p>



Source link