NOW READING:
ফের সীমান্ত পেরিয়ে ভারতে, কৃষ্ণগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক
January 16, 2025

ফের সীমান্ত পেরিয়ে ভারতে, কৃষ্ণগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ফের সীমান্ত পেরিয়ে ভারতে, কৃষ্ণগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক
Listen to this article



<p><strong>প্রদ্যোৎ সরকার, কৃষ্ণগঞ্জ: </strong>নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ফের গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। নলুপুর সীমান্ত থেকে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তি দালাল মারফত এসেছিল বলে পুলিশ সূত্রে খবর।&nbsp;</p>
<p>জানা যায় সীমান্তের নলুপুর গ্রামে গতকাল রাত ৮ নাগাদ এক ব্যক্তি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশকে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম, আরিফ হোসেন। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিঙেপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ৭ মাস আগে পুটিখলি সীমান্ত দিয়ে দালাল মারফত ভারতে এসেছিল। এরপর গুজরাতে যায় কাজ করতে।&nbsp;কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ধৃত বাংলাদেশিকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে পাঠায়।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Madhyamik 2025: কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? শিক্ষকদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি" href="https://bengali.abplive.com/district/madhyamik-2025-wbbse-notification-for-distribution-admit-card-and-teachers-1115732" target="_self">Madhyamik 2025: কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? শিক্ষকদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি</a></strong></p>



Source link