যেখানেই বিস্ফোরণ হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বাজি তৈরি করা হত বিয়েবাড়ির জন্য: সেলিম
<p>ABP Ananda Live: ‘এর আগে যেখানেই বিস্ফোরণ হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ওটা কিছু বাজি তৈরি করা হত বিয়েবাড়ির জন্য, তারপর ধামাচাপা পড়েছে। সব জায়গায় বেআইনিভাবে করা হচ্ছে, তারপরে কোনও পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে, বা পুলিশ সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে। স্থানীয় তৃণমূল নেতার যোগ আছে’, বললেন মহম্মদ সেলিম। </p>
<p> </p>
<p>কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। আর জি কর কাণ্ডে় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি সাফ জানালেন, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআইয়ের। </p>
<p>হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করে রাজ্য ও সিবিআই উভয়ই, তবে আলাদা আলাদা ভাবে। সেই বিষয়েই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। তবে মান্যতা পেল সিবিআইয়ের আবেদন।</p>
<p>আর জি করের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআইয়ের বক্তব্য ছিল যে রাজ্য এই মামলা করতে পারে না। তদন্তের ভার ছিল সিবিআইয়ের হাতে, তাই এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তাদেরই।</p>
Source link