<p><strong>সুজিত মণ্ডল, নদিয়া:</strong> কল্যাণী ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অশান্তির ঘটনায় মোট গ্রেফতার ১৫ জন।বিধায়ককে আটক করলেও, পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।যদিও বিধায়ক বাকিদের না ছাড়লে থানা ছাড়তে নারাজ, থানাতেই বসে বিধায়ক অম্বিকা রায়।</p>
<p>কিন্তু, বিধায়কের দাবি, আমাকে ব্যক্তিগত বন্ডে জামিনের জন্য সই করতে বলেছিল, আমি সই করিনি। বাকিদের না ছাড়লে আমি থানা থেকে যাব না। এখনও বিধায়ক থানার মধ্যেই বসে। পুলিশ সূত্রে খবর, বিধায়ককে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি ওই জমিতে কোর্ট এর স্টে অর্ডার নিয়ে এখনও সরব বিধায়ক। </p>
<p>ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দেওয়ায় রণক্ষেত্র আকার ধারণ করল কল্যাণী। পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি, অন্য়দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। আটক করা হয়েছে বিজেপি বিধায়ক-সহ ১৬ জনকে। প্রথমে বচসা, সেখান থেকে ধাক্কাধাক্কি, জনতাকে সরিয়ে দিতে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করা হল লাঠি চার্জ। ফাটানো হল কাঁদানে গ্য়াসের সেল।</p>
<p>পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি। ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বৃহস্পতিবার রণক্ষেত্র আকার ধারণ করে নদিয়ার কল্যানী। কল্য়াণীর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় পুরসভার তরফ থেকে একটি ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল তৈরির কাজ চলছিল। তা নিয়ে শুরু থেকেই আপত্তি জানায় স্থানীয়দের একাংশ। </p>
<p>আরও পড়ুন, <a title="BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?" href="https://bengali.abplive.com/business/petrol-diesel-price-today-fuel-price-in-kolkata-india-on-22-november-2024-1106834" target="_self">BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?</a></p>
<p>তাঁদের দাবি, এই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে দুর্গন্ধ ছড়াবে, তাতে বাড়তে পারে রোগ ব্য়ধি। এই জায়গাকে কেন্দ্র করেই ঝামেলা। কল্য়াণীর বাসিন্দা শিলা বাগ বলেন,এখানে দুর্গন্ধ ছড়াবে । আমরা এখানে চাষ করি। আমরা চাই না হোক তাই বিক্ষোভ দেখাই। বৃহস্পতিবার এই নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ দেখান স্থানীদের একাংশ। এর মধ্য়েই ঘটনাস্থলে আসেন কল্য়াণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরব হন তিনি।</p>
<p> অম্বিকা রায় বলেন,আদালতের নির্দেশ মানছে না পুরসভা। এখানে স্টে অর্ডার আছে আদালতের। তারপরেও পুরসভা কাজ চলছে।যদিও, পুরপ্রধান দাবি করেন, সরকারি নিয়ম মেনেই কাজ হচ্ছিল।কল্য়াণী পুরসভার পুরপ্রধান নীলিমেষ রায় চৌধুরী বলেন, সরকারি জায়গায় সরকারি নিয়ম মেনে কাজ চলছিল। কিছু গুন্ডাবাহিনী এসে এসব করে। পুলিশ ভাল কাজ করেছে। তাই জন্য় এখনও কাজ চলছে। তিনি ঘটনাস্থলে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক এবং এলাকাবাসীর বচসা শুরু হয়। চরমে ওঠে গন্ডগোল। <br /> </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1732324917669000&usg=AOvVaw3KS3c3yOKP8zoSTSz5CkeF">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
কল্যাণীকাণ্ডে থানাতেই বসে BJP বিধায়ক, বললেন ‘বাকিদের না ছাড়লে থানা থেকে যাব না..’ !
Read Time:5 Minute, 32 Second