NOW READING:
‘এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্মায়’, সরকারি আধিকারিক কী করে দিলেন প্রায় ৫ হাজার সার্টিফিকেট ?
February 21, 2025

‘এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্মায়’, সরকারি আধিকারিক কী করে দিলেন প্রায় ৫ হাজার সার্টিফিকেট ?

‘এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্মায়’, সরকারি আধিকারিক কী করে দিলেন প্রায় ৫ হাজার সার্টিফিকেট ?
Listen to this article


সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা দু’নম্বর পঞ্চায়েতে ৪৮৮৮ টি জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি এক আধিকারিক-সহ আরও ৩ পঞ্চায়েত কর্মী গ্রেফতার। পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েতের সরকারি এক আধিকারিক সহ আরও ৩ কর্মী। ঘটনাটি বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েতের।অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রাণাঘাট উত্তর- পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস।

নদিয়াকাণ্ডে গ্রেফতার সরকারি এক আধিকারিক-সহ আরও ৩

দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরো তিন জন গ্রেফতার। ধৃতদের শুক্রবার রাণাঘাট মহকুমা আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেও একাধিক অভিযোগ উঠছিল বিভিন্ন রকম দুর্নীতির। এবার জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ। আর এই দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরও তিনজন। হাঁসখালি থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে।

নদিয়ার ‘এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্ম নেয়..’, তাহলে কী করে ?

এই ঘটনা নিয়ে বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান, পুলিশ পুলিশের মত কাজ করবে। এ বিষয়ে কিছু বলার নেই।হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, মোট ৪৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। যেটা কোনোভাবেই সম্ভব নয়। যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরের তিনটে থেকে চারটে শিশু জন্মায়, সেক্ষেত্রে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে, তার সম্পূর্ণ জাল। 

আরও পড়ুন, নলি কেটে খুন করল কে? হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই, ‘সুস্থ হলেই গ্রেফতার..’, ট্য়াংরাকাণ্ডে বড় সিদ্ধান্ত পুলিশের !

এ ব্যাপারে হাঁসখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির রায় বলেন, সম্পূর্ণ দু’নম্বরই করে জাল জন্ম সার্টিফিকেট  করা হয়েছে। শুধু চারজনকে গ্রেফতার করলে হবে না, এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও গ্রেফতার করতে হবে।। কারণ তিনি বিষয়টা এড়িয়ে যেতে পারেন না।তবে আঠারো মাসে ৪৮৮৮টি জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে, তার প্রমাণ হাঁসখালি থানার পুলিশ পেয়েছে। একজন অভিযোগ করেছেন তার ভিত্তিতেই সরকারি চারজন কর্মচারী গ্রেফতার হয়েছে।

আরও দেখুন



Source link