<p><strong>সুজিত মণ্ডল, শান্তিপুর: </strong>এবার নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়ে এটিএম লুঠের চেষ্টার অভিযোগ। সাতসকালে, ভাঙা অবস্থায় মিলেছে এটিএম মেশিন। দুই ঘণ্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে এক যুবককে আটক করে রানাঘাট থানার পুলিশ। কথায় অসঙ্গতি মিলতেই গ্রেফতারি। </p>
<p>সিসিটিভি ফুটেজ দেখে, দুই ঘণ্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে এক যুবককে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। নাম সুধন্য সূত্রধর। বয়স ২৫। বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জেলার বিভিন্ন থানায়। অভিযুক্ত ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার, স্ক্রু ড্রাইভার সহ বেশ কয়েকটি লোহার যন্ত্রাংশ। পুলিশি জেরায় নিজেই লুঠের কথা স্বীকার অভিযুক্তের। যদিও অদ্ভূতভাবে, ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে, রবিবার সকাল পর্যন্তও, থানায় কোনও অভিযোগ জানানো হয় না ব্যাঙ্কের পক্ষ থেকে। ব্যাঙ্ক ম্যানেজার সুমন ভদ্র বলেন, "আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এটিএম সেকশন দেখার লোক আলাদা আছে। আমি আমার সেই লোককেও জানিয়েছি। আশা করি নিশ্চয়ই তাঁরা এই বিষয়ে ব্যবস্থা নেবে। আমাদের তরফ থেকে যা যা জানানোর, যেখানে, সেখানে আমরা জানিয়ে দিয়েছি।”<strong><br /></strong><strong><br /></strong>কখনও, এটিএমের অন্দরে জালিয়াতির জাল। কখনও আবার এটিএমে ভিতর দুষ্কৃতী। এবার, শহরের প্রাণকেন্দ্রেই এটিএম লুঠের চেষ্টা। কর্তৃপক্ষের এহেন আচরণে প্রশ্ন, ঘটনা দেখা মাত্রই কেন থানায় অভিযোগ জানালো না ব্যাঙ্ক? এর পিছনে ভিতরের লোক জড়িত নয়তো? এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। রবিবার তাঁকে, তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রাণাঘাট মহকুমা আদালত।</p>
<p>গতকাল হাওড়ার আলমপুরে গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে, টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে এলাকায় গিয়ে দেখা যায়, এটিএম কাউন্টার লন্ডভন্ড। ভেঙে দেওয়া হয়েছে মেশিন। এমনকি এটিএমের অংশ রাস্তার ওপরেও পড়ে থাকতে দেখা যায়। সাঁকরাইল থানার পুলিশ সূত্রে খবর, SBI-এর ওই এটিএম পোড়ানোও হয়েছে। গ্যাসকাটার দিয়ে কাটার সময় তা পুড়েছে, নাকি লুঠের পর উদ্দেশ্য নিয়েই তা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সাঁকরাইল থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="RG Kar News: খারাপ মেশিন, চূড়ান্ত দুর্ভোগ রোগীদের; ফের শিরোনামে আরজি কর" href="https://bengali.abplive.com/district/rg-kar-news-bad-machines-extreme-suffering-for-patients-cancer-test-stops-1120742" target="_self">RG Kar News: খারাপ মেশিন, চূড়ান্ত দুর্ভোগ রোগীদের; ফের শিরোনামে আরজি কর</a></strong></p>
Source link
শান্তিপুরে ATM লুঠের ‘চেষ্টা’! কেন ব্যাঙ্কের পক্ষ থেকে অভিযোগ দায়ের নয়? উঠছে প্রশ্ন

+ There are no comments
Add yours