<p><strong>ভীমপুর ও গোঘাট, প্রদ্যোৎ সরকার ও বাঁপন সাঁতরা :</strong> পয়লা বৈশাখেই পৃথক জেলায় পৃথক দুর্ঘটনা তিন জনের মৃত্যু এবং পাঁচ জন জখম হয়েছে। নদিয়া ও হুগলি জেলায় দুর্ঘটনা দু’টি ঘটে।</p>
<p>এদিন বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় মোটর ভ্যানের তিন যাত্রীর। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার অন্তর্গত ঝাউতলা এলাকায় কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়কে। </p>
<p>এদিন যাত্রীবাহী বাসটি মাজদিয়া থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। সেই সময় কৃষ্ণনগরের দিক থেকে মোটর ভ্যানটি দু’জন যাত্রীকে নিয়ে মাজদিয়ার দিকে যাচ্ছিল। ঝাউতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটর ভ্যানের চালক ও এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।</p>
<p>অন্যদিকে, অপর একটি দুর্ঘটনায়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে গিয়ে উল্টে গেল বাস। ঘটনায় জখম হয়েছেন পাঁচ বাসযাত্রী। মঙ্গলবার ১ বৈশাখের বিকালে ঘটনাটি ঘটে হুগলির গোঘাটের পান্ডুগ্রাম এলাকায়। ঘটনায় জখমদের উদ্ধার করে কামারপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।</p>
<p>এদিন বিকালে আরামবাগ থেকে গোঘাটের বদনগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে খালে উল্টে যায় বাসটি। ঘটনায় ব্যাপক জখম হন পাঁচ জন বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ ও স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধার করে জখমদের কামারপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়।</p>
<p>এপ্রিলের শুরুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদে। জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে এক শিশু-সহ চার জনকে পিষে দেয় ডাম্পার। দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম এজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ এবং দুই বছরের শিশু আসিফ শেখ। সকলের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত উত্তর মহাদেবনগর গ্রামে। এরা বাইকে ডাকবাংলা দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় ডাম্পারটি।</p>
Source link
পৃথক জেলায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, জখম ৫ !
