<p><strong>কলকাতা:</strong> মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন। আর এবার ধর্মঘটের দিন সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ নবান্নের। ‘৯ জুলাই অফিসে হাজিরা দিতেই হবে, গরহাজিরায় শোকজের নোটিস। গরহাজিরার জবাব সন্তোষজনক না হলে কাটা যাবে একদিনের কর্মদিবস। শোকজের জবাব না দিলে বিভাগীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি।</p>
<p>আরও পড়ুন, <a title="ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালিয়ে দিল গ্রামবাসীরা ! ভয়াবহ ঘটনা বিহারের পূর্ণিয়া জেলায়" href="https://bengali.abplive.com/news/bihar-news-5-of-family-killed-burned-in-purnia-due-to-suspect-witchcraft-1143522" target="_self">ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালিয়ে দিল গ্রামবাসীরা ! ভয়াবহ ঘটনা বিহারের পূর্ণিয়া জেলায়</a></p>
<p>কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। রবিবার, তারই সমর্থনে কলকাতার গড়িয়া থেকে যাদবপুরের সন্তোষপুর পর্যন্ত সাইকেল ও বাইক র‍্যালির আয়োজন করে সিপিএম। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।</p>
<p>এদিকে বামেদের ডাকা ধর্মঘটকে কটাক্ষ করেছে বিজেপি।কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে, আগামী ৯ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন।তার সমর্থনে রবিবার, কলকাতার গড়িয়া থেকে যাদবপুরের সন্তোষপুর পর্যন্ত সাইকেল-বাইক র‍্যালি করল সিপিএম।মিছিলে নেতৃত্ব দেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।সাইকেল চালিয়ে, বাজারে বাজারে ধর্মঘট সফল করার বার্তা দেন তিনি।<br /> <br />সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, যেভাবে মানুষের উপরে আক্রমণ হচ্ছে, শ্রমজীবী মানুষ, কৃষক, সাধারণ মানুষ। শ্রমকোড যেভাবে লাগু করতে চায়। কৃষকের ওপরে যেভাবে আক্রমণ করতে চায়। গোটা বাংলাটাকে এবং দেশটাকে, ছিন্নভিন্ন করতে চায়। ২০১৯-২০ সালে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো ২৯টি শ্রমআইন বাতিল করে ৪ টি ‘শ্রমকোড’ চালু করে। বেতন সংক্রান্ত কোড , শিল্প সম্পর্ক সংক্রান্ত কোড ,কাজের নিরাপত্তা, স্বাস্থ্যের অবস্থা জনিত কোড ,সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড । বামেদের অভিযোগ, এই শ্রমকোড চালু করে কর্মীদের নূন্যতম মজুরি, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার।<br /> <br />রবিবার, শ্রমকোড বাতিল সহ একাধিক শ্রমিক সুরক্ষা সংক্রান্ত দাবি নিয়ে কলকাতার সন্তোষপুর পুরবাজার,পাল বাজার,মুকুন্দপুর বাজার ও কালীঘাটের বাস্তুহারা বাজারে সভার আয়োজন করে সিপিএম।বাজারের একাধিক দোকানে লিফলেট বিলি করেন সিপিএম-এর কর্মী সমর্থকেরা।সুজন চক্রবর্তী বলেন, ৮ ঘণ্টা শ্রমজীবী মানুষের কাজটা ১২ ঘণ্টা করে দেওয়ার অর্ডিন্যান্স হচ্ছে। দিল্লি। বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আন্দোলনের অধিকার সবার আছে। কিন্তু ওরা অপ্রাসঙ্গিক। এবারের নির্বাচনেও বামেদের খুঁজে পাওয়া যাবে না। মিছিলে যোগদান না করলেও, ধর্মঘটে সমর্থন জানিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন।</p>
Source link
৯ জুলাই বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক, সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ নবান্নের
