<p>ABP Ananda LIVE: ‘৫১ ফুটের সেমিনার রুম, ৪০ ফিট পর্যন্ত কর্ডন করা ছিল’। ‘৪০ ফিটের বাইরে ১১ ফিট এলাকায় অনেক মানুষ ছিলেন’। ‘চিকিৎসক-সহ সবাই ছিলেন ওই ৪০ ফিট কর্ডন করা এলাকার বাইরে’। সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে দাবি পুলিশের । ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগতরা ছিল না, দাবি লালবাজারের । ‘কর্ডন করা এলাকায় নির্দিষ্ট কয়েকজন ছিলেন’। ‘মা-বাবা-সহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া কর্ডন করা অংশে কেউ ছিলেন না’। ‘কর্ডন করা ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগত ছিল না’। ‘হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবী ছিলেন’। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কার্যত খারিজ পুলিশের । ‘কেন আইনজীবী ছিলেন, সেটা বলতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ’। ভাইরাল ভিডিও ঠিক কোন সময়ের, স্পষ্ট জানাতে পারল না পুলিশ। ব্যারিকেডে গ্রিজ লাগাচ্ছে কলকাতা পুলিশ। বিক্ষোভকারীরা যাতে ব্যারিকেডে উঠতে না পারে, তার জন্য গ্রিজ লেপে দিল পুলিশ। হেস্টিংসের কাছে ব্যারিকেডে গ্রিজ লাগাল পুলিশ। হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়।</p>
Source link
নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা, সাঁতরাগাছিতে প্রবল বিক্ষোভ
Read Time:2 Minute, 8 Second