<p>ABP Ananda LIVE: সাতসকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা । স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে আহত অষ্টম শ্রেণির ২ ছাত্র । দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল । সকাল ৭টা নাগাদ স্কুল শুরুর সময় ঘটেছে এই দুর্ঘটনা । জখম ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে । দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। </p>
<p> </p>
<p> </p>
<p><strong>’বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়</strong></p>
<p>’বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে !</p>
<p>শেষ অবধি পাওয়া খবরে, আজকে রাতে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। প্রসূতিদের শারীরিক অবস্থা একইরকম রয়েছে। যাত্রাপথের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। রাস্তায় মাঝপথে শুধু কোলাঘাটের কাছে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল।এক চিকিৎসক বলেন চিকিৎসক থামানোর জন্য। এক রোগীনির অবস্থা স্থিতিশীল করে আবার অ্যাম্বুলেন্স রওনা দেয়। এছাড়া আর যাত্রাপথের মধ্যে আর অ্যাম্বুলেন্স কোথাও দাড়ায়নি।</p>
Source link
সাতসকালে নব নালন্দা স্কুলে দুর্ঘটনা, কেমন আছে ছাত্ররা?
