নান্টু হাজরা: তরুণ ক্রিকেটারের রহস্য মৃত্যু। এসএসকেএম হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন। হাসিনাবাদের বাসিন্দা দেব ঘোষের রহস্যমৃত্যু। গতকাল সকালে বাড়ি থেকে বার হয়েছিল। তারপর তাঁকে মিনাখাঁ হাসপাতালে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তারপর মিনাখাঁ থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় তাঁকে। এবং সেখানেই মৃত্যু হয় তাঁর। কীভাবে এই তরুণ ক্রিকেটার মিনাখাঁ হাসপাতালে পৌঁছল সেই নিয়েই ঘনীভূত হয়েছে নানান রহস্য।
আরও পড়ুন: খাবারে না আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের, প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর থেকেই….
জানা গিয়েছে, প্রতিদিনের মতই দেব টালিগঞ্জে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য গিয়েছিল। গতকাল ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেড়িয়ে ছিল সে। তারপর ৭টা নাগাদ শেষ পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। সেই মুহূর্তে সুস্থ অবস্থায় ছিল দেব। কিন্তু তারপর থেকে কোনরকমের যোগাযোগ করা যায় নি তাঁর সঙ্গে। পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। অভিযোগ রবিবার সকালে মিনাখাঁ এলাকায় অচৈতন্য অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। এবং সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয় মিনাখাঁ হাসপাতালে। সেখানেই খবর পেয়ে পৌঁছে যায় পরিবারের লোক।
সেখানেই গুরুতর অসুস্থ অবস্থায় দেবকে দেখতে পায় পরিবারের লোক। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এবং সেখানেই মৃত্যু হয় তাঁর। যদিও পরিবারের অভিযোগ সাইন্স সিটির কাছে চার যুবক নাকি দেবকে ঘিরে ধরেছিল। এবং তাঁর ফোন ছিনিয়ে নেই তারপর দেবকে কোথাও নিয়ে চলে যায়। এমনই কথা জানায় দেব। ৯টার সময় অপেক্ষা করছিলেন দেবের বাবা। কিন্তু কোনভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। অবশেষে গুরুতর অসুস্থ অবস্থায় মেলে তার দেহ। পরিবারের অভিযোগ অপহরণ করা হয়েছিল দেবকে। যদিও পরিবারের তরফ থেকে সম্পূর্ণ ক্ষোভ উগড়ে দিয়েছেন পুলিসের উপর। তাঁদের অভিযোগ, পুলিসের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণের। সেই কারণেই এসএসকেএম হাসপাতালের বাইরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)