# Tags
#Blog

Mysterious Deep-Sea Doomsday Fish: সৈকতে উঠে এল ভয়ানক মাছ! এই সমুদ্রদানবকে দেখা গেলেই প্রলয় আসে পৃথিবীতে…

Mysterious Deep-Sea Doomsday Fish: সৈকতে উঠে এল ভয়ানক মাছ! এই সমুদ্রদানবকে দেখা গেলেই প্রলয় আসে পৃথিবীতে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সৈকতে এক বিরল ধরনের মাছ দেখা গিয়েছে। এমন এক মাছ, মনে করা হয়, যা জালে ধরা পড়লেই প্রলয় আসে! এগুলিকে বলে অরফিশ। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় দুজন জেলে এমন একটি মাছ ধরেছিলেন। আবার এই মাছ দেখা গেল মেক্সিকোতে। 

আরও পড়ুন: Asteroid 2024 YR4: আতঙ্ক-জাগানো 2024 YR4 অ্যাস্টেরয়েড আছড়ে পড়তে চলেছে কল্লোলিনী তিলোত্তমার বুকেই? বিজ্ঞানীরা জানিয়ে দিলেন তারিখ…

এই ধরনের প্রাণী সমুদ্রেও খুব কমই দেখা যায়। স্থলে তো আরও কম। অনেকেই মনে করেন, কোনও বিপর্যয় ঘটার ঠিক আগে-আগেই এই মাছের দেখা মেলে! তাই এই মাছেদের ডুমসডে ফিশ বলে। তাই নাকি? তাহলে, এবারও কি কাছাকাছি সময়ে কোনও বিপদ রয়েছে ওত পেতে?

কে জানে! কয়েকবছর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এক দ্বীপে এই মাছের দেখা মিলেছিল। ক্যালিফোর্নিয়াতেও মিলেছিল। আর এই দুই জায়গাতেই ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয়। অরফিশকে খুবই বিরল মাছ বলে মনে করা হয়। কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নীচে সাঁতার কাটে! এই মাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। এদের আকৃতি সাপের মতো। সমুদ্র দানবও বলা হয় এই মাছকে। মাছ-বিশেষজ্ঞদের মতে, এরা ৩০০০ ফুট গভীরতায় থাকে। প্রায়ই এদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায়। এই মাছ ধরা খুব সহজ নয়।  জাপানিরা বিশ্বাস করে, এগুলি সমুদ্রের সাপ। এই মাছ দেখা গেলে ভূমিকম্প হয়। যদিও বিজ্ঞানীরা মনে করেন, এ নিছকই কুসংস্কার।

আরও পড়ুন: Bangladesh Flight’s Emergency Landing: ৪০৮ আরোহী নিয়ে ভারতের মাটিতে জরুরি অবতরণ করল বাংলাদেশের ‘বিমান’! হঠাৎ কী ঘটল?

কুসংস্কার হলেও, এই মাছের দেখা পাওয়ার সঙ্গে রয়েছে নানা কাহিনি। কখনও ভূমিকম্প হয়েছে। হয়েছে কোনও বড় বিপর্যয় হয়েছে। এবারও কি তেমন কিছুর জন্য আতঙ্কে দিন গুনছে মেক্সিকোর মানুষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal