NOW READING:
Myanmar Earthquake: ফের ভূমিকম্প মায়ানমারে! ২৪ ঘণ্টা ৬ বার কাঁপল, ধ্বংসলীলায় তছনছ এলাকা…
March 29, 2025

Myanmar Earthquake: ফের ভূমিকম্প মায়ানমারে! ২৪ ঘণ্টা ৬ বার কাঁপল, ধ্বংসলীলায় তছনছ এলাকা…

Myanmar Earthquake: ফের ভূমিকম্প মায়ানমারে! ২৪ ঘণ্টা ৬ বার কাঁপল, ধ্বংসলীলায় তছনছ এলাকা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মায়ানমারে ফের ভূমিকম্প। যদিও এবার রিখটার স্কেলে তীব্রতা ৪.২। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর এমন আফটারশক স্বাভাবিক। গত ২৪ঘণ্টায় ৬ বার ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত কমপক্ষে ১৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও কিছু অংশ। ব্যাঙ্ককে বহু মানুষ ভূমিকম্পের সময়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন। তাঁরা অনেকে এখনও বাড়ি ফেরেননি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাঙ্ককের সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে বহু মানুষ জড়ো হয়েছেন। মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। এদিকে মায়ানমারের পর এবার আফগানিস্তান। ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। শনিবার ভোর ৫.১৬ মিনিটে  ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় দাড়িয়ে পড়ে বহু মানুষ। কম্পনের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

ভূমিকম্পে তছনছ মায়ানমারের পাশে ভারত। ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে নয়াদিল্লি। হিন্ডন থেকে বায়ুসেনার বিমানে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। শুকনো খাবার, ওষুধ, তাঁবু, কম্বল, সোলার ল্যাম্প, জেনারেটর সেট পাঠানো হচ্ছে। দুই দেশ মিলিয়ে জখম হয়েছেন অন্তত ৩৫০। নিখোঁজ মানুষের সংখ্যার কোনও হিসাব নেই। থাইল্যান্ডে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন, Mayanmar Earthquake: প্রবল ভূমিকম্পে মায়ানমারে মসজিদ-ব্রিজ-বাড়ী ভেঙে নিহত ২৫, থাইল্যান্ডে আটকে ৮০, জরুরি নম্বর খুলল ভারত

আরও পড়ুন, Bangladesh: ভারত থেকে আসছে পেঁয়াজ, মাথায় হাত বাংলাদেশের কৃষকদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link