NOW READING:
২০২৬ এর আগেই অভিষেকের সরকারে অভিষেক? পাবেন স্বরাষ্ট্রমন্ত্রক ?
November 12, 2024

২০২৬ এর আগেই অভিষেকের সরকারে অভিষেক? পাবেন স্বরাষ্ট্রমন্ত্রক ?

২০২৬ এর আগেই অভিষেকের সরকারে অভিষেক? পাবেন স্বরাষ্ট্রমন্ত্রক ?
Listen to this article


কলকাতা : ‘একই লোক চালাতে পারে নাকি?  এই লোড নিতে পারে? এত বড় ১০ কোটি লোকের রাজ্য’ – কিছুদিন আগেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলের বর্ষীয়াণ নেতা সৌগত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ঠিক আগে, কুণাল ঘোষও তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছিলেন,  ‘সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী।’ এবার সেই সুরে সুর মেলালেন বিধায়ক হুমায়ুন কবীরও। বললেন, ‘অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে উপমুখ্য়মন্ত্রী করা হোক। তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। ‘ তাহলে কি ২০২৬ এর আগে বড় কোনও চমক অপেক্ষা করে আছে বাংলার মানুষের জন্য ? পরের বিধানসভা ভোটের আগেই কি ভাগ হয়ে যাবে ক্ষমতা?  

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর জানালেন, তাঁর মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলে সঠিক সিদ্ধান্তই নেবেন। ‘উনি রাজনৈতিকভাবে যোগ্য উত্তরসুরী হয়ে উঠেছেন।’  

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান, তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছাপ্রকাশ করেছেন। কেউ অবিলম্বে প্রশাসনে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে চান তাঁকে, কেউ আবার কোন সালে অভিষেককে মুখ্য়মন্ত্রী দেখতে চান, তাও জানিয়েছেন। এবার হুমায়ুন কবীর একধাপ এগিয়েই চাইলেন , অভিষেক স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিন। 

সৌগত রায়ের মতোই তাৎপর্যপূর্ণভাবে, অভিষেককে উপ মুখ্য়মন্ত্রী পদে দেখতে চাওয়ার কারণ হিসেবে হুমায়ুন কবীরের গলায় উঠে এসেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাজের চাপ কমানোর প্রসঙ্গ। তিনি বলেন, ‘ এর থেকে অনেক ছোট রাজ্য সেখানে দেখবেন সিএম আছে, কোথাও সেখানে দু-দুটো ডেপুটি সিএম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু যোগ্য উত্তরসুরী হয়ে উঠেছেন আমার মনে হয়, আমাদের আবেদন বলতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গুরুত্বপূর্ণ সাংগঠনিক জায়গায় তো আছেনই, এর সঙ্গে প্রশাসনিক গুরুত্বপূর্ণ জায়গায় দিলে দল আরও শক্তিশালী হবে। দল অনেকটা পরিপূর্ণ হবে। ‘ 

২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারে অভিষেক হবে? বর্তমানে স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন? সেটাই বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে         

আরও দেখুন



Source link